TRENDING:

Uorfi Javed: বুকের উপর গাড়ির লম্বা লাইন! এ কী হল উরফির? ভিডিও দেখে আঁতকে উঠল সাইবারবাসী

Last Updated:

Uorfi Javed: সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নয়া ভিডিও পোস্ট করে তাক লাগালেন ফ্যাশনিস্তা৷ শরীরের উর্ধ্বাংশে পোশাক বলতে কিছুই নেই৷ বুকের উপর যেন গাড়ির লাইন পড়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ইন্টারনেটে আগুন জ্বালাতে ঠিক কতটা সিদ্ধহস্ত উরফি জাভেদ তা আর বলার অপেক্ষা রাখে না৷ কখনও শরীরে পোশাক রাখছেন তো কখনও আবার পোশাক খুলে ফেলছেন৷ এভাবেই পোশাক নিয়ে কাটাছেড়া করে শিরোনামে উঠে আসেন ফ্যাশনিস্তা৷ এবারও গাড়ি দিয়ে বক্ষ-বিভাজিকা ঢেকে নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিলেন উরফি জাভেদ৷
advertisement

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নয়া ভিডিও পোস্ট করে তাক লাগালেন ফ্যাশনিস্তা৷ শরীরের উর্ধ্বাংশে পোশাক বলতে কিছুই নেই৷ বুকের উপর যেন গাড়ির লাইন পড়েছে৷ সারি সারি গাড়ি দিয়ে লজ্জা নিবারণ করেছেন৷ আকাশি রঙের ট্রাউজার সঙ্গে টপ করে বাধা চুল, ফ্যাশনিস্তার নয়া ফ্যাশনে সকলেই আঁতকে উঠেছেন৷

গাড়ি দিয়ে অভিনব কায়দায় শরীর ঢেকে নেটদুনিয়ায় আগুন জ্বালিয়ে দিয়েছেন উরফি জাভেদ৷ ভিডিওর ক্যাপশনও বেশ নজরকাড়া৷ যেখানে লেখা রয়েছে,’আমার গাড়ির সঙ্গে…গাড়ি দুর্ঘটনার পর সবাই নিরাপদে ছিল’৷ ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷ দিনকয়েক আগেও কোমরের মধ্যে গাড়ি ঝুলিয়ে ভাইরাল হয়েছিলেন ফ্যাশনিস্তা৷ এবার বুকের উপর গাড়ি আটকে শোরগোল ফেলে দিলেন৷ উরফির এই ভিডিও নিয়ে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়৷

advertisement

আরও পড়ুন শারীরিক-মানসিক হেনস্তা প্রত্যুষাকে, প্রেমিক রাহুলের নির্যাতনেই আত্মহত্যা করেছিলেন ‘বালিকা বধূ’! জানাল কোর্ট

আরও পড়ুন হাই সুগার থাকা সত্ত্বেও চিনির বদলে গুড় খাচ্ছেন? হিতে বিপরীত হলেই কিন্তু মারাত্মক ক্ষতি!

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

ঘড়ি, সেফটিপিন, ফুল, ক্লিপ সবকিছু দিয়েই পোশাক বানিয়ে চমকে দেন ফ্যাশন কুইন, এবার সেই তালিকায় গাড়িও যুক্ত হল৷ উরফির এই লুক নেটিজেনদের অনেকেই পছন্দ করেন নি । একজন  লিখেছেন, আমার বাচ্চার গাড়ি ফেরত দাও, ও কাঁদছে৷ এরকম একাধিক মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পাতা৷ তবে উরফি কোনও মন্তব্যেরই জবাব দেননি৷ নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন উরফি। বিশেষ করে শিরোনামে থাকতেই খুল্লামখুল্লা হওয়াটা যেন জলভাত তাঁর কাছে। উরফি জাভেদের বায়নাক্কা কোনওভাবেই যেন থামার নয়৷ পোশাক নিয়ে আপনার চিন্তাভাবনা যেখানে শেষ হয়, সেখান থেকেই উরফি ছুরি-কাঁচি চালাতে শুরু করেন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Uorfi Javed: বুকের উপর গাড়ির লম্বা লাইন! এ কী হল উরফির? ভিডিও দেখে আঁতকে উঠল সাইবারবাসী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল