এদিন ট্যুইটারে সোনু লিখেছেন, 'ইউক্রেনে আমাদের পড়ুয়াদের খুবই খারাপ সময় এবং সম্ভবত আমার সবচেয়ে কঠিন কাজ এটি। সৌভাগ্যবশত আমরা ভারতীয় পড়ুয়াদের সুরক্ষিত ভাবে ইউক্রেনের সীমান্ত পার করাতে পেরেছি। ওদের এখন আমাদেরকে প্রয়োজন। বিদেশমন্ত্রক, পোল্যান্ডকে আপনাদের তৎক্ষণাৎ দায়িত্বপালনের জন্য ধন্যবাদ'। এরই সঙ্গে জয় হিন্দ লিখে ভারতীয় পতাকার ইমোজি পোস্ট করেছেন সোনু সুদ।
advertisement
আরও পড়ুন: ইউক্রেন থেকে বাংলায় ফিরছেন পড়ুয়ারা, বুধ-বৃহস্পতিতে কড়া নজর নবান্নের
ইউক্রেনের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে সোনু সুদের দলের সহায়তায় দেশের সীমান্ত পার করে বিদেশমন্ত্রকের অপারেশন গঙ্গার অংশ হতে পেরেছেন এমন অসংখ্য পড়ুয়া। তাঁদেরকে ইউক্রেনের সীমান্ত পার করার সাহস ও সমস্ত সহযোগিতা করেছেন সোনু সুদ এবং তাঁর দলের সদস্যরা। সোনু এদিন আরও লিখেছেন, 'এটা আমার কাজ। আমি খুশি যে আমার ভাগেরটা আমি করতে পেরেথি। ভারত সরকারকে তাদের সমর্থনের জন্য বড় ধন্যবাদ। জয় হিন্দ'।
আরও পড়ুন: জ্যাকির কোলে ছোট্ট টাইগার, জন্মদিনে ভাইরাল বলি নায়কের এমন ছবি!
কয়েকদিন আগেই ভারতীয় দূতাবাসকে ইউক্রেন থেকে ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য একটি বিকল্প পথ খুঁজে বের করার অনুরোধ জানিয়েছিলেন সোনু সুদ। আগের দিন, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে একটি চিঠি লিখেছিলেন যাতে তিনি ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছিলেন এবং বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে তাদের ফিরে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার অনুরোধ করেছিলেন। অবশেষে নিজেও ছেলেমেয়েদের দেশে ফিরিয়ে আনতে আসরে নেমে পড়লেন 'মসিহা' সোনু সুদ।