এমনিতেই গোবরডাঙা নাটকের এক ভরকেন্দ্র বলা চলে। বাংলা নাটকের চর্চায় জেলার এই শহরের নাম তারার মতো জ্বলেছে আজীবন। গোবরডাঙা তৎসহ এতদাঞ্চলে এই প্রথমবার গোবরডাঙা থেকে ৪ কি.মি. ভেতরে প্রকৃতির নিবিড় ছায়ায় পাখির কলকাকলির মাঝে আবাসিক নাট্য কর্মশালা আয়োজিত হতে চলেছে।
১ থেকে ৮ ই নভেম্বর পর্যন্ত; ৮ দিন, ১৭২ ঘণ্টা চলবে এই কর্মশালা। এই শিবিরে প্রশিক্ষক হিসেবে থাকছেন গৌতম হালদার, দেবেশ চট্টোপাধ্যায়, কৌশিক চট্টোপাধ্যায়, মণীশ মিত্র, প্রসেনজিৎ বর্ধন সহ ১৫ জন বাংলা থিয়েটার তথা ভারতীয় থিয়েটারের স্বনামধন্য ব্যক্তিত্বরা।
advertisement
দীর্ঘ ৭ মাস লকডাউনের পর আবার "new normal" এ নতুন করে মঞ্চে ওঠার আগে একটি প্রয়োজনীয় যাপন এই কর্মশালা। থিয়েটারের অন্যান্য বিষয় সহ অভিনেতার মানসিক গঠনের উপর বেশি জোর দেওয়া হবে এই কর্মশালাতে। উদীচী গোবরডাঙা আয়োজিত এই ১৭২ ঘণ্টার কর্মশালা "উদীচী ন্যাশনাল থিয়েটার সামিট ২০২০" সারা পশ্চিমবঙ্গের নাট্যকর্মীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হবে বলে মনে করছেন অনেকেই।