শান্তিনিকেতন এর সৃজনী শিল্প গ্রামে আয়োজিত হবে “আলমোরা”, দুই দিনের উদয়শঙ্কর নৃত্য উৎসব (৬ ডিসেম্বর, ৭ ডিসেম্বর, ২০২৪, দুই দিন সন্ধ্যা ৬টা)। রাজ্যের নানা প্রান্ত থেকে ছাব্বিশটি নাচের দল এই বিশেষ উৎসবে অংশগ্রহণ করবে। অনুষ্ঠানের উদ্যোগ ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন সহযোগিতায় ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার। প্রথম দিনে অংশগ্রহণে মমতা শঙ্কর ডান্স কোম্পানি, ডান্সার্স গিল্ড ,আনন্দধারা, শিল্প বিতান, সূচনা। সহ আরও অনেকে, দ্বিতীয় দিনে ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন, নৃত্য উপাসনা , আনন্দধ্বনি, স্টেপস এন্ড রিদম সহ আরও দল।
advertisement
কলকাতা সহ বিভিন্ন জেলার নৃত্য সংস্থা এই বর্ণাঢ্য উৎসবে অংশগ্রহণ করবেন। মমতা শঙ্কর জানান, “কলকাতার বাইরেও ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন এর কাজের প্রচার, প্রসার এর অন্যতম প্রধান লক্ষ্য। কলকাতার বাইরেও অনেক গুণি শিল্পী, নৃত্য সংস্থা আছে যাঁরা সবসময় কলকাতায় এসে তাঁদের নৃত্য পরিবেশন করতে পারেন না, আবার অনেক কলকাতার সংস্থা আছে যাঁরা কলকাতার বাইরে গেলে সেখানকার দর্শক তাঁদের কাজ দেখার সুযোগ পান। তাই, কলকাতার বাইরেও এই আয়োজনের গুরত্ব অপরিসীম।”