TRENDING:

কেরিয়ার ডুবিয়েছেন নিজেই, দাবি করছেন খোদ নায়িকাই ! কী এমন হয়েছিল রিমি সেনের সঙ্গে জানতে ইচ্ছা করছে না?

Last Updated:
Actress Rimi Sen Career : ১৯৮১ সালের ২১ সেপ্টেম্বর কলকাতায় শুভমিত্রা সেন নামে যে মেয়ের জন্ম, তাঁকেই রুপোলি পর্দা চিনেছে রিমি সেন নামে।
advertisement
1/5
কেরিয়ার ডুবিয়েছেন নিজেই, দাবি করছেন খোদ নায়িকাই ! কী এমন হয়েছিল রিমি সেনের সঙ্গে ?
২০০৩ সালে বলিউডে ব্লকবাস্টার অভিষেক! তার পর এই অসাধারণ অভিনেত্রী নিজের বহুমুখী প্রতিভা প্রদর্শন করে চলচ্চিত্র নির্মাতা এবং দর্শক উভয়েরই মন জয় করে নেন। কিন্তু কেরিয়ারের গ্রাফ যখন ক্রমশই যাচ্ছে উপরের দিকে, ঠিক তখন তিনি অপ্রত্যাশিতভাবে স্পটলাইট থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই অভিনেত্রী আর কেউ নন, রিমি সেন - একসময় বলিউড ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় নায়িকা হিসেবে যাঁর নাম-ডাক ছিল।
advertisement
2/5
রিমি সেন ২০০৩ সালের কমেডি সিনেমা 'হাঙ্গামা' দিয়ে তাঁর বলিউড যাত্রা শুরু করেন, ছবিটি বক্স অফিসে বড়সড় হিট হয়, রিমিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, এই ছবিই চলচ্চিত্র জগতে তাঁকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। এর সাফল্যের পর তিনি বেশ কয়েকটি উচ্চ বাজেটের ছবিতে অভিনয় করেন। ১৯৮১ সালের ২১ সেপ্টেম্বর কলকাতায় শুভমিত্রা সেন নামে যে মেয়ের জন্ম, তাঁকেই রুপোলি পর্দা চিনেছে রিমি সেন নামে। চলচ্চিত্রে আসার আগে মডেলিং এবং বিজ্ঞাপনে নায়িকা কর্মজীবন শুরু করেছিলেন।
advertisement
3/5
‘ধুম’, ‘গোলমাল’, ‘ফির হেরা ফেরি’ এবং ‘কিঁউ কি’-সহ বেশ কয়েকটি ব্লকবাস্টার ছবিতে অভিনয় করে রিমি সেন দ্রুত খ্যাতি অর্জন করেন। মনোমুগ্ধকর স্ক্রিন প্রেজেন্স এবং অনবদ্য কমিক টাইমিংয়ের জন্য তিনি ২০০০-এর দশকে ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন। ২০১৫ সালে তিনি রিয়েলিটি টেলিভিশন শো বিগ বস ৯-এও হাজিরা দিয়েছিলেন। পুরো কেরিয়ার জুড়ে রিমি সেন বেশ কিছু অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিয়েছিলেন।
advertisement
4/5
নবভারত টাইমস অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি চলচ্চিত্র জগতে তাঁর যাত্রা সম্পর্কে কিছু সিদ্ধান্তের কথা প্রকাশ করেছেন, দায় স্বীকার করে বলেছেন, ‘‘আমি নিজেই আমার কেরিয়ার ধ্বংস করেছি।’’ তিনি যে ভুলগুলি তাঁর পতনের কারণ বলে মনে করেন তার সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। রিমি সেন অসংখ্য সফল ছবিতে অভিনয় করেছেন এবং বেশ কয়েকজন শীর্ষ অভিনেতার সঙ্গে স্ক্রিন স্পেস ভাগ করেছেন।
advertisement
5/5
তিনি অজয় দেবগনের বিপরীতে গোলমাল ছবিতে অভিনয় করেছিলেন , যেখানে তাকে একটি রোম্যান্টিক চরিত্রে দেখা গিয়েছিল। মজার বিষয় হল, একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে তাঁকে বার বার একই ধরনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হচ্ছে। বৈচিত্র্যের অভাব দেখে হতাশ হয়ে তিনি কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই অভিনয় থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। তার পর থেকে রিমি সেন লাইমলাইট থেকে দূরেই রয়েছেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
কেরিয়ার ডুবিয়েছেন নিজেই, দাবি করছেন খোদ নায়িকাই ! কী এমন হয়েছিল রিমি সেনের সঙ্গে জানতে ইচ্ছা করছে না?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল