ইনস্টাগ্রামে নিয়ে, মাহি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি ট্রোলারদের বলেন, ” তারা এই সত্যটি মেনে নিতে পারেননি যে আমি এবং জয় কোনওরকম নোংরামি ছাড়াই আলাদা হয়েছি। আমরা কোনও বিতর্ক ছাড়াই ডিভোর্স করেছি। আর নাদিম আমার বেস্ট ফ্রেন্ড। সব সময় তাই থাকবে। আপনারা ‘বাবা’ শব্দ কে নোংরা করে দিয়েছেন। লজ্জা লাগে। যারা আমার সম্পর্কে এবং নাদিম সম্পর্কে এই ধরনের কথা বলছেন, তাদের বলছি নরক খুব বেশি দূরে নয়।”
advertisement
নতুন বছরের শুরুতেই বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন অভিনেতা জয় ভানুশালী এবং মাহী বিজ। বেশ কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে চলছিল গুঞ্জন। কিন্তু এতদিন জয় বা মাহীর কেউই এই বিষয়ে মুখ খোলেননি। অবশেষে রবিবার নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তাঁরা। কিন্তু বিচ্ছেদের ঘোষণার এক সপ্তাহ পরেই ফের অন্য বন্ধুর সঙ্গে ছবি ভাগ করে নিলেন মাহী।
দীর্ঘ পোস্ট করেছেন মাহী। তিনি লেখেন, “তুমি শুধু আমার প্রিয় বন্ধুই নও। তুমি আমার শক্তি, আমার পরিবার। তোমার সঙ্গে আমি মনের সবটা উজাড় করতে পারি। তুমি সেই ভাবেই আমাকে মেনে নিয়েছ। ঝগড়ার ঊর্ধ্বে গিয়ে আমরা দু’জনেই জানি, মাহী ও নাদিম আসলে এক।” এরপরেই শুরু গুঞ্জন। নাদিম আসলে সলমন খানেরও ঘনিষ্ঠ বলে জানা যায়। সলমন নিজেও নাদিমের সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়ে কথা বলেছেন।
তবে বিচ্ছেদের পরেও একসঙ্গে ছবি দিয়েছিলেন জয়-মাহী। ছবিতে দু’জনের মুখই ঢাকা কালো রঙের মাস্কে। ছবির সঙ্গে মাহী লিখেছেন, “হ্যাঁ, এটাই আমরা। লাইক ও কমেন্ট পাওয়ার জন্য আমাদের নিয়ে যা খুশি বলা হচ্ছে। এরা যে কোনও পর্যায় নামতে পারে।”সমাজমাধ্যমে জয়-মাহী লিখেছেন, “ অবশেষে স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এর নেপথ্যে কোনও ভিলেন নেই। যদিও দাম্পত্য ভেঙেছে তবু আমাদের বন্ধুত্ব থাকবে। আমরা পরস্পরের পাশে রয়েছি। তিন সন্তানের জন্য সব সময় একসঙ্গে থাকব আমরা। দু’জনের পথ আলাদা হয়েছে, যে কোনও সমস্যায় আমরা একে অপরের পাশে আছি।”
