TRENDING:

ঘর-বাড়ি বিক্রি করতে চলেছেন উদয় চোপড়া !

Last Updated:

যশ চোপড়ার ছোট ছেলে ৷ ঘরের প্রোডাকশন ছাড়া বলিউডে টিকিও খুঁজে পাওয়া যায় না উদয় চোপড়ার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: যশ চোপড়ার ছোট ছেলে ৷ ঘরের প্রোডাকশন ছাড়া বলিউডে টিকিও খুঁজে পাওয়া যায় না উদয় চোপড়ার ৷ একমাত্র ‘ধুম’ ছবিতেই নিয়মিত দেখা যেত উদয়কে ৷ আর তা নিয়ে ট্যুইটারে, ফেসবুকে, ইনস্টাগ্রামে মস্করা করতেই ব্যস্ত নেটিজেনরা ৷ তার ওপর যদি নার্গিস ফকরি এসে পড়েন উদয়ের গসিপে, তাহলে তো সোনায় সোহাগা ৷
advertisement

আরও পড়ুন 

ক্যালরিকে বুড়ো আঙুল দেখিয়ে জাভেদ, শাবানার গান! দেখুন ভিডিও

তবে এবার গপ্পোটা আলাদা ৷ কেরিয়ারের গ্রাফ এতটাই নিচের দিকে উদয়ের, যে ঘর-বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন উদয় ! হ্যাঁ, এমনটাই জানা গেল বিদেশি এক ম্যাগাজিনে প্রকাশ পাওয়া খবর থেকে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

কাণ্ডটা হল, দু’বছর আগে লস এঞ্জেলেসে হলিউড ভিলা নামে এক বাংলো কিনেছিলেন উদয় চোপড়া ৷ সেই বাংলোই এবার বিক্রি করতে চলেছেন উদয় ৷ জানা গিয়েছে, এই বাড়ির দাম ২৫ কোটি টাকা ৷ বাড়িটি সঠিভাবে রক্ষণাবেক্ষণ করতে পারছেন না বলেই নাকি উদয় বিক্রি করতে চলেছেন এই বাড়িটি ৷ গুঞ্জনে ছিল এই উদয় নাকি এই বাড়িটি কিনে ছিলেন নার্গিস ফকরির জন্যই !

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ঘর-বাড়ি বিক্রি করতে চলেছেন উদয় চোপড়া !