'হ্যালোইন রেসারেকশন' ছবির দুই অভিনেতা-- ডেইজি ম্যাকক্র্যাকিন এবং জোসেফ ক্যাপোন-কে অপহরণ করে টানা ৩ দিন শারীরিক অত্যাচার করা হয়। জানা গিয়েছে, গত ৩ মে লস এঞ্জেলসে ডেইজির বাসভবন থেকে তাঁকে এবং ক্যাপোনকে অপহরণ করে ৩ দুষ্কৃতী।
তাঁদের মাথায় পিস্তল তাক করে অপহরণ করা হয়। মাথায় কালো হুড পরিয়ে কম্পটন এলাকা একটি বাড়িতে নিয়ে যায়। সূত্রের খবর, অভিযুক্ত তিনজনের নাম কিথ আন্দ্রে স্টুয়ার্ট, জন্টি জোন্স ও অ্যাম্বার নিল। আদালতে পেশ করা নথি অনুযায়ী, ক্যাপোনকে নগ্ন করে টানা ৩০ ঘণ্টা অভুক্ত অবস্থায় বাথটাবে বসিয়ে রাখা হয়।
advertisement
দুষ্কৃতীরা ডেইজির থেকে দাবি করে ১০,০০০ ডলার মুক্তিপণ। তাঁকে ব্যাঙ্কে নিয়ে গিয়ে ওই পরিমাণ অর্থের চেকে সই করানো হয়। পরের দিন ডেইজিকে গাড়িতে করে তাঁর বাড়িতে নিয়ে যান দুষ্কৃতীরা। সেখান থেকে কোনওক্রমে পালিয়ে গিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী।
ধৃত তিনজনের বিরুদ্ধে অপহরণ, শারীরিক নিগ্রহ সহ মোট ১৭টি ধারায় অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। গোটা ঘটনাটি এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় ধরা পরে। তিনি সেটি ট্যুইটারে পোস্ট করলে সেখান থেকে ভাইরাল হয়।
আরও পড়ুন-ফন্নে খান-এ রজনীকান্ত ! মুক্তি পেল ঐশ্বর্য-অনিল কাপুরের ছবির ট্রেলর, দেখুন