তালিকায় দেখে নিন কোন পুরস্কার জিতে নিল কোন ছবি-
'গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার' পুরস্কার পেল দু'টি ছবি। 'ইনোভেশন অন মুভিং ইমেজ'-এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরার স্থান দখল করল বাংলাদেশ এবং স্পেনের একটি ছবি। এই দু'টিই ছবি পূর্ণদৈর্ঘ্যের। মহম্মদর কুয়ায়ুম পরিচালিত 'কুড়া পক্ষীর শূন্যে উড়া' (the golden wings of watercocks) এবং আলেজান্দ্রো রোজাস এবং জুয়াঁ সেবেস্তিয়ান ভ্যাসকুয়েজ পরিচালিত 'আপন এন্ট্রি' (Upon Entry)।
advertisement
আরও পড়ুন: 'কাজ নিয়ে কথা বলতে ভাল লাগে', নতুন বছরে একাধিক চমক দিতে প্রস্তুত ইশা
আরও পড়ুন: রণবীরের গালে সপাট চড় জ্যাকলিনের! ধুন্ধুমার কাণ্ড রোহিতের ছবির সেটে
একই বিভাগের পুরস্কার পেল স্বল্পদৈর্ঘ্যের ছবি 'ম্যায়, মেহমুদ'। পরিচালনায় বাঙালি নির্মাতা প্রত্যয় সাহা। ইন্দ্রাণী চক্রবর্তীর 'ছাদ' (the terrace)-এর ঝুলিতে এল 'স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্মস'-এর পুরস্কার। স্বল্পদৈর্ঘ্যের ছবির বিভাগে সেরার স্থান অর্জন করল আরও এক বাঙালি পরিচালক, ড. প্রসেজিৎ চৌধুরীর ছবি 'হাতের স্পর্শ' (দ্য ডিভাইন টাচ)। পেল 'স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড ইন বেস্ট ইন্ডিয়ান শর্ট ফিল্ম'। একই বিভাগে আরও একটি ছবির সঙ্গে যৌথভাবে এই পুরস্কার প্রাপ্তি।