এক সাক্ষাৎকারে বন্ধু করণ জোহরকে সেই গল্পই শোনালেন টুইঙ্কল। তিনি বলেন, "একদিন ও (আমির) আমাকে জিজ্ঞাসা করেছিল, আমার কী হয়েছে। কেন আমি অদ্ভুত আচরণ করছি? কাজে মন দিচ্ছি না? আমি ওকে বলেছিলাম, অক্ষয়ের কথা ভাবছি। ও আমাকে চড় মারতে বসেছিল। মনে আছে, আমরা আউটডোর শ্যুট করছিলাম।"
আরও পড়ুন: চুরি যাচ্ছিল আস্ত একটি লরি, পুলিশের নজর পড়তেই এ কী কাণ্ড! তোলপাড়
advertisement
আরও পড়ুন: নিউটাউনে হচ্ছে মিনি চিড়িয়াখানা, একে একে আসছে নয়া অতিথি, বাড়ছে আগ্রহ
সাক্ষাৎকারে টুইঙ্কলের সঙ্গে উপস্থিত ছিলেন আমিরও। তিনি বলে ওঠেন, "আমি এ রকম কিছু করিনি।' রসিকতার সুরে বন্ধুর কথা নাকচ করে টুইঙ্কল, "তুমি মুখটা ও রকমই করেছিলে।"
আমির-টুইঙ্কলের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। দু'জনের খুনসুটি উপভোগ করেন তাঁদের অনুরাগীরাও। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত 'মেলা'তে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের।