সম্প্রতি ‘শক্তি-অস্তিত্ব কে এহসাস কি’ জনপ্রিয় হিন্দি সিরিয়ালের অভিনেত্রী রুবিনা দিলায়েকের একটি বিকিনি ছবি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ঝড় তুলেছে ৷ এই অভিনেত্রীর হট ছবি যদিও নতুন নয় ৷ ইনস্টাগ্রামে তাঁর অ্যাকাউন্ট একটু চেক করলেই সেটা বোঝা যাবে ৷ তবে ‘বিকিনি’-তে এর আগে কখনও তাঁকে দেখা যায়নি ৷ রুবিনার এই ছবিতে তাই সাড়া পড়ে গিয়ছে বলিউডের টেলি জগতে ৷
advertisement
রুবিনা দিলায়েক অবশ্য এর আগে ছোট পর্দায় অনেক অভিনয় করেছেন ৷ টিভি সিরিয়াল ‘ছোটি বহু’-তে রাধিকা চরিত্রে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছিল ৷ কাজ করেছিলেন এই সিরিয়ালের সিক্যুয়েল ‘ছোটি বহু ২’-তেও ৷ ‘শক্তি’ সিরিয়ালে একজন ট্রান্সজেন্ডারের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে ৷ পর্দার রোলের মতো রিয়াল লাইফেও তিনি যে যথেষ্ট সাহসী, সেটা রুবিনা তাঁর ফটোগ্রাফার বয়ফ্রেন্ড অভিনব শুক্লাকে দেওয়া এই ‘হট পোজ’-এর ছবিগুলি দেখলেই পরিষ্কার ৷