গত বধুবার রচনার আমন্ত্রণে সাড়া দিয়ে ‘দিদি নম্বর ১’ -এর মঞ্চে আসেন মুখ্যমুন্ত্রী। বহু বছর ধরেই তাঁকে এই অনুষ্ঠানের নিয়ে আসার জন্য চেষ্টা করছিলেন নির্মাতারা। অবশেষে রাজি হন মমতা বন্দোপাধ্যায়, অনুষ্ঠানের সঞ্চালিকা রচনার আমন্ত্রণে শ্যুটিংফ্লোরে উপস্থিত হন তিনি। এই প্রথমবার কোনও রিয়ালিটি শোয়ের মঞ্চে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গত বুধবার ডুমুরজলায় হয়ে গিয়েছে বিশেষ পর্বের শ্যুটিং।
advertisement
আরও পড়ুন: জঙ্গলে জোড়া দেহ! দুই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য
এদিনের শ্যুটিং-এ উপস্থিত ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়ও। তারকা খচিত এই বিশেষ এপিসোড এখনও সম্প্রচারিত হয়নি ঠিকই, কিন্তু এর প্রোমো ইতিমধ্যেই এসেছে প্রকাশ্যে। এই বিশেষ পর্ব দেখতে স্বাভাবিকভাবেই উৎসাহী দর্শকরা। তাই এখন তা দেখতেই দর্শক সংখ্যা বাড়ছে শোয়ের। কিন্তু কবে এই বিশেষ পর্ব দেখা যাবে তা অবশ্য এখনও জানানো হয়নি চ্যানেলের পক্ষ থেকে। কিন্তু তার মধ্যেই টিআরপি তালিকায় ‘দাদাগিরি’কে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে ‘দিদি নম্বর ১’, অন্তত এই সপ্তাহের ট্রেন্ড তাই বলছে। আগামী সপ্তাহে সম্প্রচারিত হতে পারে টানটান এই পর্ব। কারণ, ‘দিদি নম্বর ১’ এই পর্বে সব থেকে বড় আকর্ষণ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায় এবং অবশ্যই শোয়ের সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায়।
আরও পড়ুন: শিমূল-পলাশে রাঙা, অপরূপ প্রকৃতির মাঝে ৯ দিনের নিরামিষ মেলা! ঘুরে আসুন, রইল হদিশ
কিন্তু রবিবারের নিরিখে ০.১ নম্বর কমেছে শোয়ের। তবে তাতেও প্রায় ০.৫ নম্বরে পিছনে ফেলেছে ‘দাদাগিরি’কে। অন্যদিকে, সারা সপ্তাহের নিরিখে বেড়েছে নম্বর। এমনকি একই স্লটে থাকা মেগাকেও রবিবারের নম্বরের নিরিখে পেরিয়ে গিয়েছেন রচনা।