গত সপ্তাহে টিআরপি সেরা ছিল ছিল ‘নিম ফুলের মধু’ ও ‘কার কাছে কই মনের কথা’। কিন্তু এবার সেই জায়গা দখল করে নিল ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহে মেগা সেরার সেরা। দ্বিতীয় স্থানে চলে গেল ‘নিম ফুলের মধু’। কিন্তু ‘কার কাছে কই মনের কথা’ নিজের জায়গা ধরে রাখতে পারল না, তৃতীয় স্থানে নেমে এল। পাশাপাশি এই মেগার সঙ্গে একই সঙ্গে জায়গা করে নিয়েছে আরও একটি মেগা ‘ফুলকি’। শিমূলের নতুন লড়াইয়ে সাক্ষী হতে মুখিয়ে দর্শকরা।
advertisement
আরও পড়ুন: দৌড়ে পিছিয়ে পড়লেন রচনা! শেষ হাসি হাসল কে? জানুন
আরও পড়ুন: অপরাজিতা-বিশ্বনাথ হেরে গেলেন রচনার কাছে! মুকুট উঠল মহারাজের মাথায়
৬.৯ পেয়ে চতুর্থ স্থানে জায়গা করে নিল ‘তোমাদের রাণী’। পাশাপাশি সেরা পাঁচে ‘সন্ধ্যাতারা’। তারপর জায়গা পেল ‘অনুরাগের ছোঁয়া’। রইল চমক দিল জল ‘থই থই ভালোবাসা’। পাশাপাশি রাঙা বউ, তুঁত, Love বিয়ে আজকাল, ইচ্ছে পুতুলও জায়গা করে নিয়েছে সেরা দশে।
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম | জগদ্ধাত্রী |
দ্বিতীয় | নিম ফুলের মধু |
তৃতীয় | ফুলকি, কার কাছে কই মনের কথা |
চতুর্থ | তোমাদের রাণী |
পঞ্চম | সন্ধ্যাতারা |
ষষ্ঠ | অনুরাগের ছোঁয়া |
সপ্তম | রাঙা বউ |
অষ্টম | তুঁতে |
নবম | Love বিয়ে আজকাল |
দশম | ইচ্ছে পুতুল |