অন্যদিকে, গত সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে থাকা মেগা ‘নিম ফুলের মধু’ এবার নেই সেরা তিনে। তার জায়গার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ফুলকি। পর্ণা-সৃজনের ঘনিষ্ঠ দৃশ্য সৃজনের মা কান পেতে ছিল ছেলে-বৌমার ঘরে। তা নিয়ে ট্রোলও হয়েছিল যথেষ্ঠ। সেই কারণেই কমল মেগার নম্বর? এবার এই মেগা চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে। অন্যদিকে এবারও তিন নম্বরে ‘গীতা এলএলবি’।
advertisement
আরও পড়ুন: পর্ণা-সৃজনের চরম রোম্যান্সে কি আদৌ ম্যাজিক? কে হল সেরার সেরা? বছরের শুরুতে টিআরপি তালিকায় বিরাট চমক
এবারও ষষ্ঠ স্থানে ‘কার কাছে কই মনের কথা’। অন্যদিকে, পঞ্চম স্থান হারিয়ে এই মেগার সঙ্গে ষষ্ঠতেই জায়গা করে নিয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’।
আরও পড়ুন: প্রথম সপ্তাহেই ধামাকা ‘কথা’র! সেরার সেরা কে? ‘জগদ্ধাত্রী’ ফিরে পেল কি তার হারানো জায়গা
এই সপ্তাহে ‘সন্ধ্যাতারা’ ও ‘Love বিয়ে আজকাল’ সপ্তমে। ‘সন্ধ্যাতারা’ গত সপ্তাহে অষ্টমে ছিল। অন্যদিকে, গত সপ্তাহে সপ্তমে থাকা তোমাদের রাণী এবার অষ্টমে। নবমে জল থই থই ভালবাসা, দশমে ‘তুমি আশেপাশে থাকলে’। ‘কথা’ বিয়ে নিয়ে চর্চা হলেই সেরা দশ থেকে ছিটকে গেল মেগা।
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম | জগদ্ধাত্রী |
দ্বিতীয় | ফুলকি |
তৃতীয় | গীতা এলএলবি |
চতুর্থ | নিম ফুলের মধু |
পঞ্চম | অনুরাগের ছোঁয়া |
ষষ্ঠ | কার কাছে কই মনের কথা, কোন গোপনে মন ভেসেছে |
সপ্তম | সন্ধ্যাতারা, Love বিয়ে আজকাল |
অষ্টম | তোমাদের রাণী |
নবম | জল থই থই ভালোবাসা |
দশম | তুমি আশেপাশে থাকলে |