প্রতি বৃহস্পতিবারই টেলি স্টারদের টেনশন বাড়তে থাকে৷ কারণ সেদিনই মুক্তি পায় টিআরপি-র তালিকা৷ কোন ধারাবাহিক কাকে টপকালো, সেই নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ৷ সেই তালিকায় এবার শীর্ষে লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকটি৷ এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অপরাজিতা আঢ্য৷ যিনি এখন সকলের কাছেই খুব জনপ্রিয়৷ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অপরাজিতা৷ নিজের দক্ষ অভিনয়ের জোরে জিতে নিয়েছেন দর্শকদের মন৷ আর টেলিভিশন তো তাঁর চেনা গন্ডি৷ এক আকাশের নীচে থেকে মা, অপরাজিতার চরিত্র সকলের মনে থেকে গিয়েছে৷
advertisement
ছবির তারকাদের নিয়ে ধারাবাহিক কি হিট না ফ্লপ? এই নিয়ে প্রশ্ন উঠেছিল বেশ কিছুদিন ধরে৷ ইন্দ্রানী হালদার থেকে অপরাজিতা আঢ্য প্রমাণ করে দিয়েছেন যে যাঁরা ছবিতে সাকসেসফুল, তাঁরা ধারাবাহিকও নিজের কাঁধে এগিয়ে নিয়ে যেতে সক্ষম৷
লক্ষ্মী কাকিমা ধারাবাহিকটি এই সপ্তাহে টিআরপি-র শীর্ষে৷ একই সঙ্গে এই টিম দিদি নম্বর ওয়ানের গিয়েছিল বলে দিদি নম্বর ওয়ানের টিআরপি-ও বেশ ভাল৷
টেলি জগতে তিনি এখন অনেকটাই সিনিয়ার৷ তা স্বত্ত্বেও সকলের সঙ্গে জমিয়ে করছেন সোশ্যাল মিডিয়া রিলস৷ জনপ্রিয় গানের সঙ্গে করছেন নাচ৷ যা খুবই ভাইরাল হচ্ছে৷ নিজের মুডের সঙ্গে মানিয়ে বেশ কয়েকটি ভিডিও শ্যুট করছেন অপা৷ তেমনই এই নতুন ভিডিওটি৷
এর আগে তাঁর অভিনীত ছবি বেলাশুরু খুব হিট হয়েছে৷ সৌমিত্র-স্বাতীলেখার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি৷ অপরাজিতা আঢ্য ও খরাজ মুখোপাধ্যায়ের অনস্ক্রিন জুটি বেশ মনে ধরেছে দর্শকদের৷ ছবিতে হাস্যরসের ছোঁয়া নিয়ে এসেছেন তাঁরা৷