কিছুদিন আগে মুক্তি পেয়েছে প্রয়াত অভিনেতার শেষ ছবির ট্রেলার। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় ও তাঁর মেয়ে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেকের রিল লাইফের কন্যা তৃণা সাহাও। সেই অনুষ্ঠানে তৃণা বলেছিলেন যে তাঁর পর্দার ড্যাডি মানে অভিষেক চট্টোপাধ্যায় চাইতেন যে তাঁর মেয়ে ডল বড় হয়ে তৃণার মতোই হয়ে উঠবেন। কিন্তু এ কথা মেনে নেননি। অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী।
advertisement
তিনি সোশ্যাল মাধ্যমে লেখেন, আমাদের সন্তানকে আমরা খুব ভালবাসি। সে অন্য কারও মতো হোক চাইতেন না অভিষেক। ডল ওর মতোই হবে। ব্যস এই মন্তব্যের পর থেকেই শুরু হয় চর্চা। নাম না করেই সংযুক্তা জবাব দেন তৃণার বক্তব্যের। তবে চুপ থাকলেন না তৃণাও।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তৃণা জানিয়েছেন, ‘কাজ করতে করতে সকলের সঙ্গে ব্যক্তিগত একটা সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু আমি কখনোই অভিষেক দার মেয়ে হয়ে ওঠার চেষ্টা করিনি। আমরা একসঙ্গে লাঞ্চ করতাম মানে এই নয় যে আমি অভিষেকদার মেয়ে হয়ে গেছিলাম। আমার নিজের বাবা রয়েছেন। শ্বশুরমশাই আছেন। আমার দুজন বাবাকে নিয়ে আমি খুব খুশি।’ এবং তৃণা এও বলেন বাবা মা তাঁদের সন্তানকে যেভাবে ভালবাসবেন, তা আর কাউকে বাসতে পারবেন না। সন্তানের জায়গা কেউ নিতে পারে না।
আরও পড়ুন: অর্ন্তবাস পরে, দু'হাত তুলে বিমান বন্দরে দাঁড়িয়ে উরফি জাভেদ ! ঘটল অঘটন ! ভাইরাল ভিডিও
এই মন্তব্য করে তৃণাও সাফ জবাব দিয়ে দেন। বিয়ের পর তৃণার এখন দুই বাবা। নিজের এবং নীলের বাবা। তাঁদের মেয়ে হয়েই খুশি তৃণা। আপাতত এই সব ঝামেলা বা মন্তব্যের লড়াইতে পড়তে চান না নায়িকা। কাজ এবং নিজের জীবন নিয়েই ব্যস্ত থাকতে চান তৃণা। সামনেই সিনেমার শ্যুটিং চলবে তাঁর। অরিন্দম শীলের ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন তৃণা।