দেখতে দেখতে কাটল সাত বছর। ২০১৬ সালে এই দিনেই শুরু হয়েছিল ধারাবাহিকটি। মঙ্গলবার সকাল থেকেই নস্টালজিক তৃণা। ছুঁয়ে দেখলেন সাত বছর আগের স্মৃতি। সেই অনুভূতি ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গেও। ইনস্টাগ্রামে ‘তরী’-র কিছু ছবি পোস্ট করেছেন তিনি। তার সঙ্গেই উপুড় করেছেন আবেগের ঝাঁপি। তৃণা লেখেন, ‘সাত বছর আগে এই দিনেই নিজেকে প্রথম টেলিভিশনে দেখেছিলাম। অনেকের মতোই ভেবেছিলাম তিন মাসও টিকব না। দীর্ঘ সময় ধরে কাজ, কড়া ডেডলাইন, চাপের পরিস্থিতি, এই সব কিছুই আমার শরীর এবং মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছিল। কিন্তু চারটি ধারাবাহিক, তিনটি ছবি, তিনটি ওয়েব সিরিজ এবং কিছু আঞ্চলিক এবং জাতীয় এনডোর্সমেন্ট করার পর মনে হচ্ছে সেই খাটনি সার্থক।’
advertisement
আরও পড়ুন-বিচ্ছেদের ঘোষণায় চরম বিপদ! হুমকিতে জেরবার নোবেলের স্ত্রী, মিলল ‘গুম’ করে দেওয়ার থ্রেট কল
আরও পড়ুন-সলমনকে খুনের হুমকি! লুকআউট নোটিশ জারি করল মুম্বই পুলিশ,তারপর যা হল…
এই দীর্ঘ সফরে পাশে থাকার জন্য দর্শককে ধন্যবাদ জানিয়েছেন তৃণা। অভিনেত্রী বলেন, ‘জানি না ভবিষ্যতে কী আছে। কিন্তু সকলের থেকে যদি এ রকম সমর্থন এবং ভালবাসা পেতে থাকি, তবে কাজের অভাব হবে না। আমাকে আপন করে নেওয়ার জন্য ধন্যবাদ।’
গত এপ্রিলে শেষ হয়েছে ‘বালিঝড়’। আপাতত অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত তৃণা। অরিন্দম শীলের ছবিতেও দেখা যাবে তাঁকে।