TRENDING:

Trina Saha: জানি না ভবিষ্যতে কী আছে! আচমকা মনকেমন করা দীর্ঘ পোস্ট, কীসের ইঙ্গিত দিচ্ছেন তৃণা

Last Updated:

Trina Saha: দেখতে দেখতে কাটল সাত বছর। ২০১৬ সালে এই দিনেই শুরু হয়েছিল ধারাবাহিকটি। মঙ্গলবার সকাল থেকেই নস্টালজিক তৃণা। ছুঁয়ে দেখলেন সাত বছর আগের স্মৃতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তৃণা সাহা। ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ। আপাতত বড় পর্দা এবং ওটিটি-তেও তাঁর অবাধ বিচরণ। ক্যামেরার নেপথ্যে শুরু হয়েছিল যাত্রা। সহকারী পরিচালক হিসেবে দিব্যি কাজ করছিলেন তৃণা। কিন্তু জীবন মোড় নেয় অন্য দিকে। হঠাৎই একদিন অভিনয়ের প্রস্তাব আসে তাঁর কাছে। যেমন-তেমন নয়, একেবারে ধারাবাহিকের মুখ্য চরিত্রে। এর পরে ক্যামেরার পিছন থেকে সামনে আসা। স্টার জলসার ‘খোকাবাবু’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে হাতেখড়ি তাঁর। চরিত্রের নাম খড়ি।
advertisement

দেখতে দেখতে কাটল সাত বছর। ২০১৬ সালে এই দিনেই শুরু হয়েছিল ধারাবাহিকটি। মঙ্গলবার সকাল থেকেই নস্টালজিক তৃণা। ছুঁয়ে দেখলেন সাত বছর আগের স্মৃতি। সেই অনুভূতি ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গেও। ইনস্টাগ্রামে ‘তরী’-র কিছু ছবি পোস্ট করেছেন তিনি। তার সঙ্গেই উপুড় করেছেন আবেগের ঝাঁপি। তৃণা লেখেন, ‘সাত বছর আগে এই দিনেই নিজেকে প্রথম টেলিভিশনে দেখেছিলাম। অনেকের মতোই ভেবেছিলাম তিন মাসও টিকব না। দীর্ঘ সময় ধরে কাজ, কড়া ডেডলাইন, চাপের পরিস্থিতি, এই সব কিছুই আমার শরীর এবং মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছিল। কিন্তু চারটি ধারাবাহিক, তিনটি ছবি, তিনটি ওয়েব সিরিজ এবং কিছু আঞ্চলিক এবং জাতীয় এনডোর্সমেন্ট করার পর মনে হচ্ছে সেই খাটনি সার্থক।’

advertisement

আরও পড়ুন-বিচ্ছেদের ঘোষণায় চরম বিপদ! হুমকিতে জেরবার নোবেলের স্ত্রী, মিলল ‘গুম’ করে দেওয়ার থ্রেট কল

আরও পড়ুন-সলমনকে খুনের হুমকি! লুকআউট নোটিশ জারি করল মুম্বই পুলিশ,তারপর যা হল…

এই দীর্ঘ সফরে পাশে থাকার জন্য দর্শককে ধন্যবাদ জানিয়েছেন তৃণা। অভিনেত্রী বলেন, ‘জানি না ভবিষ্যতে কী আছে। কিন্তু সকলের থেকে যদি এ রকম সমর্থন এবং ভালবাসা পেতে থাকি, তবে কাজের অভাব হবে না। আমাকে আপন করে নেওয়ার জন্য ধন্যবাদ।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

গত এপ্রিলে শেষ হয়েছে ‘বালিঝড়’। আপাতত অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত তৃণা। অরিন্দম শীলের ছবিতেও দেখা যাবে তাঁকে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Trina Saha: জানি না ভবিষ্যতে কী আছে! আচমকা মনকেমন করা দীর্ঘ পোস্ট, কীসের ইঙ্গিত দিচ্ছেন তৃণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল