ছবিতে মা তৃষ্ণা চৌধরীর গলা জড়িয়ে আছেন ত্রিধা ৷ ক্যাপশনে লিখেছেন, ‘আমার রক্ষাকর্তা তৃষ্ণা চৌধুরীর প্রতি...শুভ রক্ষাবন্ধন ৷’
বিনোদন দুনিয়ায় ত্রিধার আত্মপ্রকাশ ৮ বছর আগে ৷ প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনে নজর কাড়েন তিনি ৷ সেখান থেকেই অভিনয়ের সুযোগ ৷ প্রথম বাংলা ছবি সৃজিত মুখোপাধ্যায়ের ‘মিশর রহস্য’ ৷ এর পর তাঁর কাছে সুযোগের অভাব হয়নি ৷ ‘খাদ’, ‘ক্ষত’, ‘শেষ থেকে শুরু’-র মতো ছবিতে প্রশংসিত হয় স্কটিশ চার্চ কলেজের এই প্রাক্তনীর অভিনয় ৷ কাজ করেছেন একাধিক তামিল ও তেলুগু ছবিতেও ৷ গত বছর ‘আশ্রম’ ওয়েবসিরিজে তাঁর কাজ ছিল চর্চিত ৷
advertisement
অভিনয়ের বাইরেও বার বার শিরোনামে এসেছেন ত্রিধা ৷ কিছু দিন আগেই নুসরত-নিখিল কাণ্ড পরবর্তী সময়ে উঠে এসেছে তাঁর নাম ৷ গুঞ্জন, তিনিই নাকি নিখিলের বর্তমান বান্ধবী ৷ কাজের সূত্রে বাইরে থাকা ত্রিধা কলকাতায় এলে দেখা করেন নিখিলের সঙ্গে ৷ তাঁদের একসঙ্গে কফিপানেও দেখা গিয়েছে ৷ তবে এই গুঞ্জন অস্বীকার করে নিখিলের দাবি, ত্রিধা তাঁর স্কুলের জুনিয়র ৷ তাঁরা খুব ভাল বন্ধু ৷
সামাজিক মাধ্যমেও ত্রিধা খুব জনপ্রিয় ৷ একাধিক পোস্টে ট্রোলিংয়ের পাশাপাশি তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বহু নেটিজেন ৷
ইতিমধ্যেই সংবাদমাধ্যমে ত্রিধা জানিয়েছেন তিনি কোন কাজ করবেন বা করবেন না, সেটা ঠিক করেন তাঁর মা ৷ চিত্রনাট্য পড়া, তার পর কাজের জন্য চিত্রনাট্য নির্বাচন করা--সবকিছুর জন্য মা-ই ভরসা ত্রিধার ৷ মাকেই তিনি বেছে নিলেন রাখিবন্ধনের বিশেষ পোস্ট উপলক্ষে ৷