বাথটবে গা ডুবিয়ে অন ক্যামেরায় স্নানের ভিডিও শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছেন নায়িকা৷ কখনও বাথটবে তো কখনও আবার সমুদ্রের নীল জলে ডুব দিয়ে স্নান করতে দেখা গেছে ত্রিধাকে৷ ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ লাইক ও কমেন্টে ভরে গিয়েছে নেটদুনিয়ার পাতা৷ বাঙালি কন্যার অ্যাটিটিউডে মুগ্ধ আট থেকে অষ্টাদশী।
আরও পড়ুন-তবে কি প্রেম ভাঙল সারা-শুভমনের! আনফলো করার পিছনে কি রয়েছে অন্য কোনও কারণ?
আরও পড়ুন-একেবারে শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেল অরিজিৎ সিং-এর কনসার্ট! কারণটা কী? শুনলে চমকে যাবেন
বাঙালি কন্যার হট অবতারে কাঁপছে মায়ানগরী মুম্বই। খুব অল্প সময়ের মধ্যেই মুম্বইয়ের গ্ল্যামার ওয়ার্ল্ডে নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন বঙ্গতনয়া ত্রিধা চৌধুরী। তবে এই প্রথমবার নয়, ইনস্টাগ্রামে মাঝে মধ্যেই হট লুকে ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন ত্রিধা৷ সম্প্রতি মলদ্বীপে গিয়েছেন নায়িকা, সেখান থেকেই ছুটি কাটানোর ছবি ও ভিডিও পোস্ট করে ঝড় তুলছেন নায়িকা৷ তেমনই বাথটবে শুয়ে স্নানের ভিডিও পোস্ট করে শোরগোল করে ফেলে দিয়েছেন নায়িকা৷
সমুদ্রের নীল জলের মধ্যে শুয়ে মাল্টিকালার শ্রাগ পরে পাথরের মধ্যে হেলান দিয়ে শুয়ে রিল ভিডিওতে পোজ দিয়েছেন৷ লাস্যময়ী অবতারে ত্রিধাকে দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা৷ টলি ইন্ডাস্ট্রিতে হাতে গোনা কয়েকটি বাংলা ছবি করার পরই তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রাখেন ত্রিধা চৌধুরী।
তারপর থেকেই বলিউডের ছোট পর্দা, ওটিটি এবং বলিউড ছবিতে দাপটের সঙ্গে কাজ করছেন ত্রিধা চৌধুরী। বেশ অনেকদিন ধরেই কলকাতার বাইরে রয়েছেন ত্রিধা। শুধু তাই নয় একাধিক প্রজেক্টেও নিজের বেস্টটাই উজার করে দিচ্ছেন বঙ্গতনয়া।