তবে শুধু টোটার নাচ নয়, রণবীর সিংয়ের অভিনয় আর নাচও প্রশংসা কুড়িয়েছে। এই ছবিতে বেশ কিছু পুরনো গান ‘রিক্রিয়েট’ করেছিলেন পরিচালক করণ জোহর। সে সব খোলা মনেই গ্রহণ করেছিলেন দর্শকও। কিন্তু গোল বেঁধেছে করণ জোহরের একটি সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে।
‘রকি অউর রানি…’র জমকালো সেট দেখে অনেকেরই সঞ্জয় লীলা বনশালির কথা মনে হয়েছিল। এমন চমক-গমক তাঁর সেটেই দেখা যায়। সাক্ষাৎকারে সেটা স্বীকার করলেন করণ জোহরও। স্পষ্ট বলেছেন, এমন সেট সঞ্জয় লীলা বনশালি এবং যশ চোপড়ার থেকেই অনুপ্রাণিত। শুধু তাই নয়, যশ চোপড়ার একটা গান নকল করেছেন বলেও স্বীকার করেছেন করণ।
advertisement
এই সাক্ষাৎকার সামনে আসতেই রে-রে করে উঠেছেন নেটিজেনরা। সরাসরি ‘টুকলি’ করার অভিযোগ তুলেছেন করণ জোহরের বিরুদ্ধে। একের পর এক পোস্টে চলছে তুলোধোনা। এই পরিস্থিতিতে পরিচালকের পাশে দাঁড়িয়েছেন টোটা রায়চৌধুরী। ছবিতে আলিয়া ভাটের বাবা কত্থক গুরু চন্দন চ্যাটার্জির ভূমিকায় অভিনয় করেছেন তিনি। টোটার দাবি, “গতে বাঁধা চরিত্রগুলোকে ছিন্নভিন্ন করে দিয়েছে পর্দার চন্দন। এর পুরো কৃতিত্ব করণ জোহরের।”
আরও পড়ুন: ৮ মাসের অন্তঃসত্ত্বা! বেবি বাম্প আঁকড়েই ঘাম ঝরাচ্ছেন শুভশ্রী, জিম মিস করছেন না
আরও পড়ুন: ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে বাংলাদেশের তানজিন তিশা! ‘রাতটা ভুলব না..’, আতঙ্কে নায়িকা
এখানেই থামেননি টোটা, “অনেকেই বলছেন, আমি সবাইকে ছাপিয়ে গিয়েছি। কিন্তু এটা টিম ওয়ার্ক। চন্দন চ্যাটার্জির চরিত্রের সংগ্রাম এবং যাত্রা দর্শকদের ভাবিয়েছে। এটা সম্ভব হয়েছে করণ চরিত্রটাকে ওই ভাবে এঁকেছেন বলেই।” সঙ্গে যোগ করেন, করণ জোহরের ছবি করার শৈলীটাই অন্য রকম। ‘রকি অউর রানি…’তেও তার অন্যথা হয়নি।
চন্দন চ্যাটার্জির মতো চরিত্রে তাঁকে বাছার জন্য করণ জোহরের কাছে তিনি কৃতজ্ঞ। সাক্ষাৎকারে এ কথা খোলাখুলিই বলেন টোটা। তাঁর কথায়, ‘এই চরিত্র চিরাচরিত ধ্যানধারণাকে ভেঙে দিয়েছে’। প্রসঙ্গত, এই চরিত্রের জন্য কলকাতায় পারমিতা মৈত্রের কাছে ৬ মাস কত্থক শেখেন টোটা। তারপর নিকিতা বানওয়ালিকার কাছে। টোটার কথায়, “পর্দায় নিখুঁতভাবে চরিত্রটা ফুটিয়ে তুলতে চেয়েছি। তার জন্য যা যা করার করেছি।”