TRENDING:

Tom Cruise : আশা ভোঁসলের রেস্তরাঁয় চিকেন টিক্কা মশালার স্বাদে মুগ্ধ টম ক্রুজ

Last Updated:

‘মিশন ইম্পসিবল’-এর নায়ক (Tom Cruise) সোজা হাজির ইংল্যান্ডের বার্মিংহ্যামে আশা ভোঁসলের রেস্তরাঁ ‘আশাজ’-এ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন : ভারতীয় রান্নার স্বাদে মজলেন টম ক্রুজ (Tom Cruise) ৷ ‘মিশন ইম্পসিবল’-এর নায়ক সোজা হাজির ইংল্যান্ডের বার্মিংহ্যামে আশা ভোঁসলের রেস্তরাঁ ‘আশাজ’-এ ৷ প্রথমে রেস্তরাঁয় ‘চিকেন টিক্কা মশালা’ অর্ডার করেন  ৷ এত ভাল লাগে তার স্বাদ, সঙ্গে সঙ্গে আরও এক প্লেট অর্ডার করেন তিনি ৷
advertisement

খাওয়ার পর রেস্তরাঁর কর্মীদের সঙ্গে ছবিও তোলেন হলিউডি নায়ক ৷ তাঁর সঙ্গে রেস্তরাঁকর্মীদের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করা হয় রেস্তরাঁর তরফে ৷ ছবির ক্যাপশনে লেখা হয়, ‘‘গতকাল সন্ধ্যায় বার্মিংহ্যামে আশাজ-এ টম ক্রুজকে স্বাগত জানানো ছিল অভাবনীয় আনন্দ ৷ আমাদের বিখ্যাত ডিশ চিকেন টিক্কা মশালা অর্ডার করেন ৷ খাবারের স্বাদ তাঁর এতই ভাল লাগে, শেষ করার সঙ্গে সঙ্গে তিনি আরও এক প্লেট অর্ডার করেন ৷ এটা আমাদের কাছে শ্রেষ্ঠ প্রশংসা ৷’’

advertisement

advertisement

পরে এই প্রসঙ্গে সামাজিক মাধ্যমে পোস্ট করেন রেস্তরাঁর কর্ণধার, শিল্পী নিজেই ৷ ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘‘বার্মিংহ্যামের আশাজ-এ টম ক্রুজ খাবার উপভোগ করেছেন শুনে আমি খুব খুশি ৷ আশা করি, খুব শীঘ্র তিনি আবার আসবেন রেস্তরাঁয়৷’’

আশাজ-এর কর্মীদের সঙ্গে টম ক্রুজের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পরও অনেকে সন্দিগ্ধ ছিলেন অনেক নেটিজেনই ৷ তাঁদের দাবি ছিল, ওই ব্যক্তি আসল নায়ক নন ৷ বরং ক্রুজের লুক অ্যালাইক বা সমরূপী ৷

তবে আশাজ-এর জেনারেল ম্যানেজার নৌমান ফারুকি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ওই অতিথি ১০০ শতাংশ ‘মিশন ইম্পসিবল’ তারকা ৷ ফারুকির কথায়, তিনি অতিথি কাছে গিয়ে জানতে চান, সব ঠিকঠাক আছে কিনা ৷ একদম পাশে দাঁড়িয়ে তিনি নিশ্চিত ওই অতিথি প্রকৃতপক্ষে টম ক্রুজই বটে ! ফারুকি জানান নায়ককে দেখে তাঁর নিজেকে তারকাহত বলে মনে হলেও টম ক্রুজ আদতে খুবই বিনীত ও মাটির কাছাকাছি থাকা একজন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

প্রসঙ্গত বর্তমানে ক্রুজ বার্মিংহ্যামেই রয়েছেন শ্যুটিং উপলক্ষে ৷ নেটিজেনদের মত, তাঁর কল্যাণে এ বার থেকে আশাজ-এর চিকেন টিক্কা মশালার চাহিদা বেড়ে গেল আরও করেক গুণ ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tom Cruise : আশা ভোঁসলের রেস্তরাঁয় চিকেন টিক্কা মশালার স্বাদে মুগ্ধ টম ক্রুজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল