TRENDING:

স্বাধীনতা সংগ্রামী বেশে টলি নায়ক, আসছে নতুন ছবি, চিনতে পারছেন সুপারস্টারকে!

Last Updated:

Tollywood Actor: সেই স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে হাজির হলেন টলি নায়ক। ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবসের দুপুরে সেই ছবি পোস্ট করতেই হইচই পড়ে গেল নেটপাড়ায়! টলিউডের সুপারস্টারকে চেনা দায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মুখে ছাই মাখা। অবিন্যস্ত চুল দাড়ি। কপালে রক্ত তিলক। চোখ ভাঁটার মতো লাল। যেন আগুন জ্বলছে চোখে। বাঘের মতো সেই চোখ দু’টি চাইছে স্বাধীনতা। কলকাতায় শীত বিদায়ের মুহূর্তে এক দীর্ঘদেহী স্বাধীনতা কামীর কথা হঠাৎ পড়ল বোমার মতো। বাঘের সঙ্গে লড়াই করেছেন তিনি। তিনি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাঘের সঙ্গে লড়াই করে বাঘাযতীন হয়েছিলেন তিনি। কেবল একখানি ছুরির আঘাতে বাঘ মেরে এই নাম অর্জন।
বাঘাযতীন বেশে নায়ক
বাঘাযতীন বেশে নায়ক
advertisement

সেই স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে হাজির হলেন টলি নায়ক। ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবসের দুপুরে সেই ছবি পোস্ট করতেই হইচই পড়ে গেল নেটপাড়ায়! টলিউডের সুপারস্টারকে চেনা দায়। এই ছদ্মবেশের নেপথ্যে কে রয়েছে বলুন তো?

আরও পড়ুন: স্বপ্নের গোয়ায় কোথা থেকে এল লাশ! ‘অলক্ষ্মীজ ইন গোয়া’র ডার্ক কমেডিতে মন মজেছে দর্শকের

advertisement

আরও পড়ুন: নীল রঙে ডুবে মাল্লা, নায়িকার গ্ল্যামারাস ছবিতে কুপোকাত অনুরাগীরা

সুপারস্টার দেব। অবাক লাগছে তো? হ্যাঁ ওই ছবিতে দেখা যাচ্ছে দেবকেই! সোমনাথ কুণ্ডুর মেকআপেই এই অসম্ভব সম্ভব হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে তিনি লিখলেন, ‘অজস্র কঠিন লড়াইয়ের পর দুশো বছরের ইংরেজ শাসন ধুলিস্যাৎ করে ভারত পেয়েছিল এক স্বপ্নের স্বাধীনতা। সেইসব লড়াইয়ের ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীরযোদ্ধা, তাদেরমধ্যে এক অন্যতম সংগ্রামী ‘বাঘাযতীন’-এর গল্প নিয়ে আমরা আসছি এই পুজোতে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

আগামী পুজোর ছুটিতে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে মুক্তি পাচ্ছে নতুন ছবি। পরিচালনায় অরুণ রায়। ২০ অক্টোবর মুক্তি পাচ্ছে ছবিটি। দেব ছাড়া রয়েছেন রোহন ভট্টাচার্য, শোয়েব কবীর এবং নবাগতা সৃজলা দত্ত। দেবের নায়িকা হিসেবে দেখা যাবে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী সৃজা দত্ত।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
স্বাধীনতা সংগ্রামী বেশে টলি নায়ক, আসছে নতুন ছবি, চিনতে পারছেন সুপারস্টারকে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল