অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ফেসবুকে সেই খবর দিয়ে লিখেছেন, 'আমারও আজ সিনেমার শ্যুটিং ছিল। গতকাল ক্যানসেল হয়ে গেলো। শুনলাম, মেসেজ এসেছে, শ্যুটিং রাখা যাবে না! কী মজা! হঠাৎ পাওয়া ছুটি এমন উত্তেজনা এনে দেয়, মনে হয় একদিনে অনেক কিছু করে ফেলি।'
আরও পড়ুন: অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে কল্লোলিনীতে আজ চাঁদের হাট
advertisement
আরও পড়ুন: সাজছে কলকাতা, কাল থেকে শুরু চলচ্চিত্র উৎসব, থাকবেন অমিতাভ, শাহরুখ
কিন্তু কেবল খবর দেওয়ার উদ্দেশ্যে তাঁর এই পোস্ট নয়। হঠাৎ সমস্ত শ্যুটিং বন্ধ হওয়ার খবরে ব্যঙ্গের মোড়কে লিখলেন অভিনেত্রী। তাঁর লেখায়, 'দেশ বিদেশের তাবড় সিনেমা নির্দেশক/নির্মাতারা আসছেন। তাঁদের দেখতে যাবেন আমাদের শিল্পী ও কলাকুশলীরা। খুবই শুভ উদ্যোগ! এমন করে আগে কেউ কখনো ভাবতেন বলে জানি না। তবে এব্যাপারে আমার এক খান প্রস্তাব ও আছে। সেটা হলো, শুধু আর্টিস্ট দেখা এবং উদ্বোধনী ছবি দেখায় থেমে না থেকে আমরা যাতে একটু ভালো সিনেমা দেখার ও সুযোগ পাই, তার জন্য ফিল্ম ফেস্টিভ্যালের ১০ দিন সব শুটিং বন্ধ রাখা হোক। আমরা ফিল্ম/টিভি/ওয়েব ইন্ডাস্ট্রির সমস্ত অভিনেতা ও কলাকুশলীরা ১০ দিন ধরে চুটিয়ে সিনেমা দেখি।'
এছাড়া তাঁর অনুরোধ, 'এই ছুটিটা বছরের শুরুতেই ঘোষণা করে দেওয়া হোক। তাহলে ওই কটা দিন আগে থেকে শ্যুটিং রেখে, শেষ মুহূর্তে মেসেজ পেয়ে বন্ধ করতে বাধ্য হয়ে প্রযোজক/পরিচালকদের টাকা পয়সার ক্ষতি হয় না, চোখের সামনে সব পরিকল্পনা ঘেঁটে ঘ হতে দেখতে হয় না, টিভি সিরিয়ালগুলোর টেলিকাস্ট বন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে না, এই আর কি।'