TRENDING:

টলিউডের ভক্তদের জন্য বড়সড় সুখবর; আসছে চারটে নতুন দুর্দান্ত ছবি

Last Updated:

সম্প্রতি ধাগা প্রোডাকশনের তরফে একসঙ্গে ৪টি ছবির কথা ঘোষণা করা হল। তাহলে জেনে নেওয়া যাক, আগামী সময়ে এই প্রোডাকশনের কোন কোন ছবি আসতে চলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সিনে-প্রেমীদের জন্য দারুণ খবর। সম্প্রতি ধাগা প্রোডাকশনের তরফে একসঙ্গে ৪টি ছবির কথা ঘোষণা করা হল। তাহলে জেনে নেওয়া যাক, আগামী সময়ে এই প্রোডাকশনের কোন কোন ছবি আসতে চলেছে।
আসছে চারটে নতুন দুর্দান্ত ছবি
আসছে চারটে নতুন দুর্দান্ত ছবি
advertisement

৫ নম্বর স্বপ্নময় লেন:

প্রযোজনা: শুভঙ্কর মিত্র, ধাগা প্রোডাকশন

পরিচালনা: মানসী সিনহা

অভিনয়:

অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, অন্বেষা হাজরা, পায়েল মুখোপাধ্যায়, সায়ন শুভ্র ভট্টাচার্য, তারিন জাহান, সুমিত সমাদ্দার, ফাল্গুনি চট্টোপাধ্যায়, রানা বসু ঠাকুর।

advertisement

আরও পড়ুন- বিশ্বের সেরা কুড়ির তালিকায় উড়ান ভিস্তারার, পিছিয়ে নেই এয়ার ইন্ডিয়াও; দেখে নিন বিশ্বের সেরা এয়ারলাইন্সের তালিকা

সারাহ মিটস সাহির:

প্রযোজনা: ধাগা প্রোডাকশন

পরিচালনা: বাপ্পা

পরিবেশনা: মানসী সিনহা এবং শুভঙ্কর মিত্র

advertisement

অভিনয়:

অনন্যা চট্টোপাধ্যায়, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, মানসী সিনহা, রিমি দেব, রানা বসু ঠাকুর

গিরগিট (হিন্দি ছবি):

প্রযোজনা: ধাগা প্রোডাকশন

পরিচালনা: বাপ্পা

অভিনয়:

দিব্যেন্দু ভট্টাচার্য, ইপ্সিতা চক্রবর্তী সিং, জয় সেনগুপ্ত, পায়েল মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ডোনা মুন্সি

advertisement

চাবিওয়ালা:

প্রযোজনা: হোয়াইট আউল এন্টারটেনমেন্ট

সহ-প্রযোজনা এবং মুক্তি: ধাগা প্রোডাকশন

পরিচালনা: রাজা ঘোষ

পরিবেশনা: মানসী সিনহা এবং শুভঙ্কর মিত্র

অভিনয়:

অমৃতা চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, শঙ্কর দেবনাথ, কৌশিক কর, মনোশ্রী বিশ্বাস

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
টলিউডের ভক্তদের জন্য বড়সড় সুখবর; আসছে চারটে নতুন দুর্দান্ত ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল