এ বছর ভোটের ময়দান আরও রঙিন হয়েছে বিনোদন জগতের বহু তারকা বিভিন্ন রাজনৈতিক দলে নাম লেখানোয় । সেয়ানে-সেয়ানে টক্কর দিচ্ছে প্রধান দুই যুজুধান পক্ষ তৃণমূল আর বিজেপি । দু’দলেরই পাল্লা বেশ ভারি । তারকা প্রার্থীরাই এখন সমস্ত লাইম লাইট ছিনিয়ে নিচ্ছেন । তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান । গত লোকসভা ভোটে বসিরহাট থেকে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন তিনি । আর এ বছর বিজেপিতে নাম লিখিয়েছেন অভিনেতা যশ দাসগুপ্ত । দাঁড়িয়েছেন চণ্ডীতলা কেন্দ্র থেকে । যশ-নুসরত এখন টলিপাড়াতেও অন্যতম চর্চিত একটি নাম । স্বামী নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে ফাটল ধরতেই যশের সঙ্গে নাম জড়িয়েছে নুসরতের । কিন্তু রাজনীতির ময়দানে দু’জনের রং আলাদা ।
advertisement
তবে আলাদা দুই রাজনৈতিক শিবিরের হয়ে ভোট প্রচারে নেমেও কোথাও যেন একই সুতোয় গাঁথা থাকলেন যশ-নুসরত । প্রচারের ভঙ্গিমায় মিললেন তাঁরা । সম্প্রতি একটি ছবি পোস্ট করা হয়েছে যশ-নুসরতের ফ্যান পেজের তরফে । সেখানে দেখা যাচ্ছে, দুই তারকাই একই ভঙ্গিমাতে ভোট চাইছেন । দুই বয়ষ্কা মহিলাকে জড়িয়ে ধরে তাঁদের আশীর্বাদ চেয়ে নিচ্ছেন তাঁরা । এখানেই শেষ নয়, চোখ টেনেছে তাঁদের দু’জনের পোশাকের রংও । হয়তো পরিকল্পনা মাফিক কিছুই করেননি তাঁরা, পুরোটাই হয়তো কাকতালীয় । ছবিতে দেখা যাচ্ছে যশ পরেছেন ধবধবে সাদা পাজামা-পাঞ্জাবী আর নুশরত পরেছেন গেরুয়া রঙের শাড়ি । যশের গলায় বিজেপির উত্তরীয় আর নুসরতের কাঁধে তৃণমূলের ব্যাজটি না থাকলে, তাঁরা কোন দলের হয়ে প্রচারে নেমেছেন তা হয়তো বোঝা যেত না ।