TRENDING:

Raj Chakraborty: Holi-তে নিজেই ঢোল বাজিয়ে, নেচে-গেয়ে ব্যারাকপুরের রাস্তায় ঘুরলেন রাজ

Last Updated:

ব্যারাকপুর (Barrackpore) বিধানসভা কেন্দ্র থেকে শাসক দলের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী । ব্যারাকপুরের মতো চর্চিত কেন্দ্রে রাজ যে তৃণমূলের অন্যতম তুরুপের তাস, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ব্যারাকপুর: রাজ্যে বেজে গিয়েছে ভোটের দামামা । শুরু হয়ে গিয়েছে অন্যতম হাই-ভোল্টেজ এই বিধানসভা নির্বাচন । ২ মে রয়েছে ফল ঘোষণা । সম্মুখ সমরে নেমে একে অপরকে সেয়ানে সেয়ানে টেক্কা দিচ্ছে যুযধান প্রতিপক্ষরা । প্রার্থী তালিকাতেও এসেছে নানা চমক । টলিপাড়ার বহু তারকারা যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলে । তার মধ্যে অনেকেই আবার বিধায়ক পদপ্রার্থী ।
advertisement

ব্যারাকপুর (Barrackpore) বিধানসভা কেন্দ্র থেকে শাসক দলের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী । ব্যারাকপুরের মতো চর্চিত কেন্দ্রে রাজ যে তৃণমূলের অন্যতম তুরুপের তাস, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই । অর্জুন সিংয়ের গড় হিসেবে পরিচিত ব্যারাকপুরে রাজ ঘাসফুল ফোটাতে সক্ষম হন কিনা সে দিকেই এখন তাকিয়ে রাজনীতি থেকে বিনোদন দুনিয়া ।

advertisement

তবে দোলের দিন নিজের কেন্দ্রে বেশ জমিয়েই জনতার সঙ্গে রং খেললেন রাজ । সাদা পাজামা-পাঞ্জাবিতে সেজে সবুজ রঙে রঙিন হলেন তিনি । এখানেই থেমে থাকেননি । শোভাযাত্রাতেও অংশ নেন । ঢাক, ঢোল, নাচ-গান কী নেই সেখানে । রাজকে দেখা গেল ঢোল বাজাতে। সকলের সঙ্গেই ‘খেলা হবে’ গানের তালে মেতে উঠলেন তিনি ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখের পলকে গায়েব সব টাকা? অনলাইনে জিনিস বুকিং করার আগে সাবধান, জানুন এই সিক্রেট নিয়ম
আরও দেখুন

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই রাজ চক্রবর্তীকে ব্যারাকপুর থেকে প্রার্থী করায় তাঁকে ‘বহিরাগত’ তকমা দিয়েছিলেন স্থানীয় নেতা-কর্মীরা । এলাকার বিদায়ী পুরপ্রধান উত্তম দাস বলেছিলেন, ‘কে রাজ? আমি চিনি না ।’ কিন্তু পরবর্তীতে প্রচারে নেমে নিজের স্বভাবগুণেই সেই তকমা ছুড়ে ফেলে দিয়েছেন রাজ । দলীয় কর্মীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন, রাস্তায় নেমে ক্রিকেট খেলেছেন তাঁদের সঙ্গে । এমনকি ব্যারাকপুরকে নিজের ‘আর একটা বাড়ি’ বলেও সম্বোধন করেছিলেন তিনি । এলাকার মানুষের মন বুঝতে বেশিরভাগ সময় নিজের কেন্দ্রেই মাটি কামড়ে পড়ে রয়েছেন পরিচালক মশাই ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Raj Chakraborty: Holi-তে নিজেই ঢোল বাজিয়ে, নেচে-গেয়ে ব্যারাকপুরের রাস্তায় ঘুরলেন রাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল