পিয়া নিজেও একজন সঙ্গীত শিল্পী৷ ২০১৫-এ দীর্ঘদিনের বান্ধবী, পিয়ারে নিজের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন অনুপম৷ সেই থেকে দু’জনের একসঙ্গে পথ চলা শুরু৷ দুই শিল্পী যখন একসঙ্গে ঘর করেন তখন খুব স্বাভাবিক তাঁদের কথাবার্তার মধ্যেও থাকে শিল্পের ছোঁয়া৷ কখন, কেমন মুডে কী গান বাঁধছেন অনুপম, সেই চিন্তা ভাগ করে নেন স্ত্রী পিয়ার সঙ্গে৷ তাই তো স্বামী অনুপমের জন্মদিনে তেমনই এক মিষ্টি ভিডিও পোস্ট করেন পিয়া৷ গানটি অনুপমের লেখা, সুর দেওয়া ও গাওয়া৷ এবং তার সঙ্গে স্ক্রিনে দেখা গিয়েছে দুই কার্টুন চরিত্র৷ ছেলেটি গান গাইছেন, আর মেয়েটি সেই গানের সঙ্গে নিজের আবেগকে মেলে ধরছেন৷ ২০২০ সালে এই হিন্দি গানটি কম্পোজ করেন তিনি৷ সেই গানের মাঝের কিছু অংশ পোস্ট করে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পিয়া৷
advertisement
বাংলার একাধিক ছবিতে নিজের সুরের মাধ্যমে দর্শকদের মন ভরিয়েছেন অনুপম রায়৷ 'আমাকে আমার মতো থাকতে দাও' গানটি তো ১১ বছর পরেও হিট। এ ছাড়াও রয়েছে 'চলো পাল্টাই', 'বাইশে শ্রাবণ', 'হেমলক সোসাইটি', 'বেলা শেষে', 'প্রাক্তন', 'চতুষ্কোণ', 'জুলফিকর', 'পোস্ত','রসগোল্লা' মতো বক্স অফিস হিট করা ছবির গান৷ পেয়েছেন বহু সম্মান৷ ইতিমধ্যে ঝুলিতে এসেছে জাতেয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার অ্যাওয়াড সহ বহু সম্মান ও স্বীকৃতি। শুধুমাত্র বাংলা নয়, বলিউডেও পা রেখেছেন তিনি৷ 'পিকু', 'পিঙ্ক', 'ডিয়ার মায়া', 'পরি', 'অক্টোবর', 'বদলা'-ছবিতেও সকলের নজর কেড়েছেন। এভাবেই এগিয়ে চলুক আপনার গানের সফর৷ জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল News18বাংলার পক্ষ থেকেও৷