TRENDING:

দু’জনেই মহানন্দ কাটাতে পারেন সময়, স্বামী অনুপমের জন্মদিনে ভিডিও শেয়ার করে বার্তা স্ত্রী পিয়ার!দেখুন

Last Updated:

স্বামী অনুপমের জন্মদিনে তেমনই এক মিষ্টি ভিডিও পোস্ট করেন পিয়া৷ গানটি অনুপমের লেখা, সুর দেওয়া ও গাওয়া৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাংলার সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র অনুপম রায়৷ আধুনিক বাংলা ছবির গানে তিনি যথেষ্ট জনপ্রিয়৷ এছাড়াও রয়েছে তাঁর নিজস্ব অ্যালবামের গান৷ সৃজিত মুখোপাধ্যায়ের অটোগ্রাফ ছবি দিয়ে বাংলা ছবি ও বিনোদন জগতে নিজের পরিচিতি তৈরি করেন অনুপম৷ তারপর দেখতে দেখতে বহু ছবির গান তৈরি করেছেন অনুপম৷ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটি খুবই জনপ্রিয়৷ অনুপম সঙ্গীত পরিচালক, গীতিকার, গায়ক৷ অর্থাৎ এক পাত্রে অনেক গুণ৷ আজ, ২৯ মার্চ, তাঁর জন্মদিন৷ জন্মদিনে তাঁর ঘরণী পিয়া চক্রবর্তী শেয়ার করলেন এক মিষ্টি পোস্ট৷
advertisement

পিয়া নিজেও একজন সঙ্গীত শিল্পী৷ ২০১৫-এ দীর্ঘদিনের বান্ধবী, পিয়ারে নিজের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন অনুপম৷ সেই থেকে দু’জনের একসঙ্গে পথ চলা শুরু৷ দুই শিল্পী যখন একসঙ্গে ঘর করেন তখন খুব স্বাভাবিক তাঁদের কথাবার্তার মধ্যেও থাকে শিল্পের ছোঁয়া৷ কখন, কেমন মুডে কী গান বাঁধছেন অনুপম, সেই চিন্তা ভাগ করে নেন স্ত্রী পিয়ার সঙ্গে৷ তাই তো স্বামী অনুপমের জন্মদিনে তেমনই এক মিষ্টি ভিডিও পোস্ট করেন পিয়া৷ গানটি অনুপমের লেখা, সুর দেওয়া ও গাওয়া৷ এবং তার সঙ্গে স্ক্রিনে দেখা গিয়েছে দুই কার্টুন চরিত্র৷ ছেলেটি গান গাইছেন, আর মেয়েটি সেই গানের সঙ্গে নিজের আবেগকে মেলে ধরছেন৷ ২০২০ সালে এই হিন্দি গানটি কম্পোজ করেন তিনি৷ সেই গানের মাঝের কিছু অংশ পোস্ট করে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পিয়া৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অপেক্ষার অবসান, কনকনে শীতে শুরু হয়ে গেল এবছরের পৌষমেলা! প্রথম দিনেই রেকর্ড ভিড়
আরও দেখুন

বাংলার একাধিক ছবিতে নিজের সুরের মাধ্যমে দর্শকদের মন ভরিয়েছেন অনুপম রায়৷ 'আমাকে আমার মতো থাকতে দাও' গানটি তো ১১ বছর পরেও হিট। এ ছাড়াও রয়েছে 'চলো পাল্টাই', 'বাইশে শ্রাবণ', 'হেমলক সোসাইটি', 'বেলা শেষে', 'প্রাক্তন', 'চতুষ্কোণ', 'জুলফিকর', 'পোস্ত','রসগোল্লা' মতো বক্স অফিস হিট করা ছবির গান৷ পেয়েছেন বহু সম্মান৷ ইতিমধ্যে ঝুলিতে এসেছে জাতেয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার অ্যাওয়াড সহ বহু সম্মান ও স্বীকৃতি। শুধুমাত্র বাংলা নয়, বলিউডেও পা রেখেছেন তিনি৷ 'পিকু', 'পিঙ্ক', 'ডিয়ার মায়া', 'পরি', 'অক্টোবর', 'বদলা'-ছবিতেও সকলের নজর কেড়েছেন। এভাবেই এগিয়ে চলুক আপনার গানের সফর৷ জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল News18বাংলার পক্ষ থেকেও৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
দু’জনেই মহানন্দ কাটাতে পারেন সময়, স্বামী অনুপমের জন্মদিনে ভিডিও শেয়ার করে বার্তা স্ত্রী পিয়ার!দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল