TRENDING:

শুভ জন্মদিন সৌমিত্র চট্টোপাধ্যায়, ফিরে দেখা অভিনেতার শেষ পাঁচটি ছবি!

Last Updated:

অসুখের সঙ্গে প্রায় ৪০ দিন লড়াই করে ১৫ নভেম্বর চিরঘুমের দেশে চলে যান তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গত বছর তিনি বলেছিলেন যে জন্মদিনে 'আদিখ্যেতা' ভালো লাগে না। তাই জন্মদিনের আগেই অন্য কোথাও চলে যাবেন তিনি! সেই অন্য কোথাও যে এতটা দূর হবে সেটা ভাবতে পারেননি তাঁর পরিবার ও ভক্তরা। আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) ছিয়াশিতম জন্মদিন। দাদাসাহেব ফালকে পুরষ্কার বিজয়ী অভিনেতা সত্যজিৎ রায়ের (Satyajit Ray) অপুর সংসার (Apur Sansar) ছবি দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। এর পর বিশ্ববরেণ্য পরিচালকের সঙ্গে আরও অনেক ছবি করেন পর্দার অপু। তবে বাঙালির কাছে তিনি শুধুই একজন অভিনেতা নন। সৌমিত্র চট্টোপাধ্যায় একজন কবি, নাট্যকার, লেখক, পরিচালক ও বাচিকশিল্পীও বটে। আজীবন তাঁর প্রিয় শহর কলকাতায় কাটানো ধুতি-পাঞ্জাবি পরা এক আদ্যোপান্ত বাঙালি।
advertisement

গত বছর নভেম্বর মাসে কোভিড (Covid 19) আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি হন প্রবীণ অভিনেতা। নান আনুষঙ্গিক অসুখের সঙ্গে প্রায় ৪০ দিন লড়াই করে ১৫ নভেম্বর চিরঘুমের দেশে চলে যান তিনি।

আজ তাঁর জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর অভিনীত শেষ পাঁচটি ছবি।

অবলম্বন (Abalamban)

এই বছরেই ৮ তারিখে মুক্তি পেয়েছে নাড়ুগোপাল মণ্ডল (Narugopal Mandal) পরিচালিত এই ছবি। পারিবারিক ছবিতে দয়াল বাবুর চরিত্রে ছিলেন সৌমিত্র। তবে কোনও ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি দেখা যায় না।

advertisement

সাক্ষী অ্যান আই উইটনেস (Sakkhee an Eye Witness)

সুশান্ত সাহার (Susanta Saha) পরিচালনায় এই ছবি একটি থ্রিলার। একটি ছোট ছেলে একটি খুন দেখে ফেলায় গণ্ডগোল বাঁধে। খুনিরা পাগলের মতো খুঁজতে থাকে ছেলেটিকে। কী ভাবে সে নিজের জীবন বাঁচায়, সেই নিয়েই এগিয়ে চলে ছবির গল্প।

শ্রাবণের ধারা (Sraboner Dhara)

গত বছর ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছে এই ছবিটি। জনপ্রিয় পরিচালক-জুটি সুদেষ্ণা রায় (Sudeshna Roy) ও অভিজিৎ গুহর (Abhijit Guha) পরিচালিত ছবি এটি। পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay) ও সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন ছবির মুখ্য চরিত্রে। অ্যালঝাইমার্স (Alzheimers) রোগ হল ছবির মূল সূত্র। ডক্টর শুভেন্দু সেনের (Dr. Subhendu Sen) ছোট গল্প বিটুইন রেনড্রপস (Between Raindrops) অবলম্বনে ছবিটি নির্মিত।

advertisement

কিছু কিছু জায়গায় ছবিটি অ্যামাজন প্রাইম (Amazon Prime ) প্ল্যাটফর্মে দেখা যায়।

তুমি ও তুমি (Tumi O Tumi)

অরুণিমা দে (Arunima Dey) পরিচালিত এই ছবি তিনজন মহিলা ও তাঁদের লড়াইয়ের গল্প বলে। বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে এই মহিলাদের জীবন তুলে ধরে এই ছবি।

তখন কুয়াশা ছিল (Tokhon Kuasa Chilo)

সেরা ভিডিও

আরও দেখুন
ভোরে ১১ ডিগ্রিতে কাঁপুনি, ঘন কুয়াশায় রেড অ্যালার্ট, জমিয়ে শীতেই ক্রিসমাস
আরও দেখুন

সৈয়দ মুস্তাফা সিরাজের (Syed Mustafa Siraj) গল্প অবলম্বনে এই ছবি তৈরি করেছেন শৈবাল মিত্র (Saibal Mitra)। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক কী ভাবে সমাজে নানা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান সেই নিয়েই ছবির গল্প। শিক্ষকের চরিত্রে ছিলেন সৌমিত্র।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
শুভ জন্মদিন সৌমিত্র চট্টোপাধ্যায়, ফিরে দেখা অভিনেতার শেষ পাঁচটি ছবি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল