TRENDING:

ভেঙে গেল অঙ্কুশ-ঐন্দ্রিলার সাত বছরের সম্পর্ক ? শোরগোল টলিউডে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টলিটাউনের অন্যতম 'স্টেবল' জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। সাত বছরের সম্পর্ক ! হালে একটি সাক্ষাৎকারে অঙ্কুশ জানিয়েছিলেন, আগামী এক বছরের মধ্যেই নাকি তাঁরা বিয়েও করছেন।
advertisement

কিন্তু হঠাৎ কী হল? প্রেম উধাও? তেমনটাই তো মনে হচ্ছে ! হবে না-ই বা কেন? প্রকাশ্যে ঐন্দ্রিলাকে অঙ্কুশ বললেন ‘আই হেট ইউ’!

কিন্তু কেন? তা হলে খোলসা করেই বলা যাক! আগামী ১২ অক্টোবর মুক্তি পাচ্ছে অঙ্কুশের ক্রাইম থ্রিলার ‘ভিলেন’। তারই প্রোমোশনের প্রস্তুতি নিচ্ছিলেন নায়ক। চলছিল চুলের পরিচর্যা। সে সব নিয়ে একটি ভিডিয়ো শুট করেন ঐন্দ্রিলা। পরে তা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওর ক্যাপশনে ঐন্দ্রিলা লিখেছেন--‘ভিলেন তাঁর মাথার স্বল্প পরিমাণ চুল সামলাতে ব্যস্ত...।' এই পোস্টের উত্তরেই অঙ্কুশ লেখেন, ‘আই হেট ইউ’।

advertisement

কাজেই, এতক্ষণ যাঁরা ভাবছিলেন, সত্যিই ভেঙে গেল অঙ্কুশ-ঐন্দ্রিলা-র সম্পর্ক, তাঁরা নিশ্চিন্ত হন! নিছকই 'মিষ্টি প্রেম'!

বেশ অনেকদিন বাদে বড় পর্দায় কামব্যাক করছেন অঙ্কুশ। তিনি নিজেই জানিয়েছিলেন, স্বেচ্ছাবিরতি নিয়েছেন-- ''কামব্যাকের জন্য ‘ভিলেন’-এর মতো ছবিই দরকার ছিল। এটা আমার 'ইমেজ চেঞ্জিং' ফিল্ম বলতে পারেন। রমকম ( রোম্যান্টিক-কমেডি) ছবি বা নেক্সট ডোর বয় ইমেজে দর্শক আমায় অনেক দেখেছে। এই ধরনের কাজ অনেক দিন করিনি। প্রচুর শেড রয়েছে চরিত্রটায়।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

আরও পড়ুন-আমির খানের হাতে বদলে গেলেন অমিতাভ, লুকে চমক !

বাংলা খবর/ খবর/বিনোদন/
ভেঙে গেল অঙ্কুশ-ঐন্দ্রিলার সাত বছরের সম্পর্ক ? শোরগোল টলিউডে