আমির খানের হাতে বদলে গেলেন অমিতাভ, লুকে চমক !
Last Updated:
#মুম্বই: লোগোর ভিডিওতেই চমক ছিল। এবার মুক্তি পেল ঠাগস অফ হিন্দোস্তানের প্রথম মোশন পোস্টার। প্রকাশ্যে এল অমিতাভ বচ্চনের লুক। ছবিতে খুদাবক্স এর চরিত্রে অভিনয় করছেন বিগ বি। অমিতাভের লুক দেখে এবার আমির ছবিতে কীভাবে ধরা দিচ্ছেন, জানতে মুখিয়ে দর্শক।
যশ চোপড়া ব্যানারে তৈরি হতে চলেছে নতুন ছবি ‘ঠগ অফ হিন্দুস্থান’ ৷ ছবির প্রযোজক আদিত্য চোপড়া ৷ ছবির পরিচালক ‘ধুম থ্রি’ ছবির জনপ্রিয় পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য ৷
এই ছবি নিয়ে বহুদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল ৷ খবরে এসেছিল আমির খান রয়েছেন ছবিতে ৷ তবে অমিতাভ বচ্চনের কথাটা ছিল লুকিয়েই ৷ শেষমেশ অমিতাভ বচ্চনের থেকে গ্রিন সিগনাল পাওয়ার পরেই আমির করেছিলেন ট্যুইট !
advertisement
advertisement
ট্যুইটারে আমির লিখেছিলেন, ‘শেষমেশ সে দিনটা এল ৷ যার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলাম ৷ মিস্টার বচ্চনের সঙ্গে অভিনয় করার জন্য ৷ খুব শীঘ্রই শ্যুটিং শুরু হবে ৷ আর অপেক্ষা করতে পারছি না !’
এবার এই ছবিতে অমিতাভের লুক ট্যুইট করলেন আমির নিজেই ৷
advertisement
দেখুন সেই ট্যুইট-
Location :
First Published :
September 18, 2018 5:20 PM IST