টেলি অভিনেত্রী তৃণা সাহাকে যাঁরা চেনেন তাঁরা জানেন নাচানাচি, হই-হুল্লোড়ে তাঁর জুরি মেলা ভার। তাঁর প্রাণোচ্ছল স্বভাব সব সময় ধরা পড়ে তাঁর মুখেচোখে। স্বামী নীলের সঙ্গে তো বটেই, বন্ধুদের সঙ্গেও তাঁর কেমিস্ট্রি এক কথায় অনবদ্য। নীল এবং তৃণা দু'জনেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। প্রায় প্রতিদিনই তাঁদের গতিবিধি চোখে পড়ে শহরের বিভিন্ন প্রান্তে। বার, পাব, রেস্তোরাঁতে বন্ধুদের সঙ্গে হইহই করতে দেখা যায় দু'জনকে। তবে তৃণা যে শুধু নীল বা তাঁর বন্ধুদের সঙ্গেই মজা, খুন্শসুটিতে মজে থাকেন, তা কিন্তু নয়। বাংলা জনপ্রিয় ধারাবাহিক 'খড়কুটো'র সেটেও যথেষ্ট হই-হুল্লোড় করেন সকলের সঙ্গে। সেই প্রমাণ বারে বারে পেয়েছেন তাঁর ইনস্টাগ্রাম ফলোয়াররা।
advertisement
তৃণা এই মুহূর্তে বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'খড়কুটো'র মুখ্য চরিত্র 'গুনগুন'-এর ভূমিকায় অভিনয় করছেন। সেখানে তাঁর ননদের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সোনাল মিশ্র। সোনালের সঙ্গে তৃণার সম্পর্ক অফস্ক্রিনেও জমজমাট। তৃণার ব্যাচেলরেট পার্টি-সহ একাধিক সময়ে তাঁকে দেখা যায়। তৃণার একাধিক ইনস্টাগ্রাম রিল ভিডিওতেও পাশেই দেখা মেলে সোনালের।
শনিবার তৃণা একটি ভিডিও শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে তাঁকে একটি জনপ্রিয় হিন্দি নাচের গানে উদ্দাম নাচতে দেখা গিয়েছে। পাশেই রয়েছেন অনস্ক্রিন দুই ননদ সোনাল (সাজি) এবং প্রিয়াঙ্কা মিত্র (চিনি)। ভিডিওতে তিনজনে গুনগুন-সৌজন্যের বিয়ের খাটে বসে রয়েছেন কম্বলের তলায়। সেখানেই হাত-পা নাড়িয়ে নেচে চলেছেন জনপ্রিয় হিন্দি গান 'দারু দেশি'র সঙ্গে। ভিডিওটি পোস্ট করতেই সেটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।
প্রসঙ্গত, ৪ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেছিলেন টেলি দুনিয়ার জনপ্রিয় দুই মুখ অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তৃণা সাহা। রাজকীয় সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ ফেব্রুয়ারি বাইপাস সংলগ্ন পিসি চন্দ্র গার্ডেনে বসেছিল রিসেপশনের আসর। বিয়ে কিংবা রিসেপশন দু-দিনই টলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত হয়েছিলেন। সেখানে দেখা গিয়েছিল নীলের অভিনীত ধারাবাহিক 'কৃষ্ণকলি' এবং তৃণার অভিনীত 'খড়কুটো' ধারাবাহিকের পুরো টিম।