মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসের সকালে তৃণা একটি ভিডিও শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে তাঁকে একটি জনপ্রিয় হিন্দি নাচের গানে উদ্দাম নাচতে দেখা গিয়েছে। পাশেই রয়েছেন অনস্ক্রিন দুই ননদ সোনাল (সাজি) এবং প্রিয়াঙ্কা মিত্র (চিনি)। ভিডিওতে তিনজনেই পুলিশের খাঁকি পোশাকে। দুই ননদের মাথায় হাবিলদারের টুপি থাকলেও তৃণার চুল খোলা। তিনজনে মিলে সিটি বাজিয়ে উদ্দাম নাচছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।
advertisement
প্রসঙ্গত, ৪ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেছিলেন টেলি দুনিয়ার জনপ্রিয় দুই মুখ অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তৃণা সাহা। রাজকীয় সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ ফেব্রুয়ারি বাইপাস সংলগ্ন পিসি চন্দ্র গার্ডেনে বসেছিল রিসেপশনের আসর। বিয়ে কিংবা রিসেপশন দু-দিনই টলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত হয়েছিলেন। সেখানে দেখা গিয়েছিল নীলের অভিনীত ধারাবাহিক 'কৃষ্ণকলি' এবং তৃণার অভিনীত 'খড়কুটো' ধারাবাহিকের পুরো টিম।