সন্দীপ্তা সেন টলিউডের মিষ্টি নায়িকা। তাঁর হাসি, টানাটানা চোখ আর অভিনয় দক্ষতা সকলকেই আকর্ষিত করে। ‘দুর্গা’ ধারাবাহিক দিয়ে টলিপাড়ায় যাত্রা শুরু হয়েছিল তাঁর। সন্দীপ্তার বিপরীতে ছিলেন গৌরব চট্টোপাধ্যায় । এরপর আরও অনেক ধারাবাহিক করেছেন সন্দীপ্তা। যার মধ্যে অন্যতম ছিল ‘তুমি আসবে বলেই’ আর ‘টাপুর টুপুর’। তবে এখন আর ছোট পর্দায় খুব একটা দেখা যায় না অভিনেত্রীকে।
advertisement
সম্প্রতি ওয়েব সিরিজে পা দিয়েছেন সন্দীপ্তা। ‘আস্তে লেডিস’ বলে একটি সিরিজে দেখা গিয়েছিল তাঁকে। এ বার তিনি আসতে চলেছেন নতুন ওয়েব সিরিজ ‘মার্ডার ইন দ্য হিলস্’ নিয়ে। এটি পরিচালনা করছেন অঞ্জন দত্ত। চিত্রনাট্যও তাঁরই লেখা। ছবির বেশিরভাগ শ্যুটিং হয়েছে দার্জিলিংয়ে। সিরিজটিতে সন্দীপ্তা ছাড়াও সৌরভ চক্রবর্তী, অনিন্দিতা বসু, অর্জুন চক্রবর্তী, রাজদীপ গুপ্তর মতো শিল্পীরা রয়েছেন। সন্দীপ্তার অভিনীত চরিত্রের নাম ডঃ নিমা প্রধান।