#কলকাতা: লকডাউনে গৃহবন্দি সকলে। সাধারণ মানুষ থেকে থেকে জনপ্রিয় অভিনেতা সকলেরই ঘরে আটকা পড়ে প্রাণ যায় যায় অবস্থা। এমন পরিস্থিতিতে সময়টাকে কাটাতে হবে। এদিকে আবার পরিচারিকারাও আসতে পারছেন না। বাড়ির কাজ নিজেদেরকেই করতে হচ্ছে। অনেকের অভ্যাস রয়েছে। তবে তারকাদের এইসব মোটেও করতে হয় না। কিন্তু ঠেকায় পড়লে কী আর করা যাবে। করতে তো হবেই। যেমনটা করছেন এনা সাহা। লকডাউনের ঠিক আগে সুব্রত মন্ডলের ছবিতে অভিনয় করছেন নায়িকা। আরিয়ান ভৌমিকের বিপরীতে এই ছবির কাজ বেশির ভাগই হয়ে গিয়েছে। তবে অসম্পূর্ণ রয়েছে অল্প কিছু অংশ। বাড়িতে আটকা পড়ে ঘরকন্নার কাজ মন দিয়েছেন তিনি।
advertisement
এমনিতে বাড়িতে তেমন কিছুই করতে হয় না এনাকে। সব তাঁর মা-ই সামলে থাকেন। তবে এই পরিস্থিতিতে মাকে সাহায্য করতে কোমড় বেঁধে লেগে পড়েছেন এনা। রান্নাঘরে এন্ট্রি পাওয়ার আগে কুটনো কোটার পরীক্ষায় পাশ করতে হবে তাঁকে। তেমন কঠিন কিছু করার আগে ফল কেটে প্র্যাক্টিস সেরে ফেললেন এনা।
সময়টা যখন পাওয়াই গিয়েছে রান্না খানিক শিখে নেওয়া ভালো। নিজের কাজ চালানোর মতো রান্না সকলের জানা উচিত। লকডাউনের এই দিনগুলোতে কিছুটা হলেও রান্না শিখবেন, তা ঠিক করে ফেলেছেন এনা। তারই প্র্যাক্টিস চলছে।
বাড়ির বাগানটা খুব পছন্দ এনার। এখানে সময় কাটাতে ভালোবাসেন তিনি। ফাঁকা সময় মেলায় মন দিয়ে বাগান করছেন নায়িকা।
লকডাউনের জন্য সকলের বাড়িতেই কাজ ভাগাভাগি হয়েছে। এনার ভাগ্যে গাছে জল দেওয়ার দায়িত্ব পড়েছে। নিয়ম করে তা পালন করছেন তিনি।