সায়ন্ত ও দেবচন্দ্রিমার প্রেমের সূত্রপাত কাজের সুবাদেই। কালারস বাংলা-র ‘কাজললতা’ ধারাবাহিকে কাজের সময় থেকেই দুজনের বিশেষ বন্ধুত্বের সূত্রপাত। প্রায় তিন বছর হয়ে গেল তাঁদের সম্পর্কের । তা হলে কবে বিয়ের পিঁড়িতে বসবেন এই তারকা জুটি । সেই উত্তর অবশ্য জানা নেই । কিন্তু তার আগেই প্রি-হনিমুনে মালদ্বীপ বেড়াতে গেলেন কপোত-কপোতী । আর সেখান থেকে একের পর এক হট, রোম্যান্টি ছবি শেয়ার করলেন নায়িকা । মালদ্বীপ থেকে একের পর এক চোখ ধাঁধানো ছবি উপহার দিচ্ছেন তিনি । ভারত মহাসাগরের শান্ত, স্নিগ্ধ, নীল জলরাশি, মনোরম আবহাওয়া, বিলাসবহুল রিসর্ট, কখনও সূর্যদয়, কখনও সাগর পাড়ে সূর্যাস্ত দেখেই দিন কাটছে তাঁদের ।
এর মধ্যে ছিল দেবচন্দ্রিমার জন্মদিনও । বিশেষ এই দিনটায়, বিশেষ মানুষের সঙ্গে, বিশেষ মুহূর্ত যাপন করলেন নায়িকা । গোলাপি রঙা ফ্রিল ড্রেসে একেবারে রাজকুমারী লাগছিল তাঁকে দেখতে । একসঙ্গে কেক কাটা, সেলিব্রেশন সবই হল । এখানেই শেষ নয় । স্যুইমিং পুলে ব্রেকফাস্ট, জলের নীচে স্কুবা ডাইভিং, সেলফি, হুল্লোড়....সব মিলিয়ে মাতিয়ে দিলেন কপোত-কপোতী ।