২০১৯ সালের ৬ মে সাতপাকে বাঁধা পড়েন অভিনেতা জিতু কমল এবং টেলি অভিনেত্রী নবনীতা দাস। বিয়ের দেড়বছর যেতে না যেতেই বারে বারে সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে, তাঁদের সম্পর্কের ভাঙনের বিষয়।যার জেরে চিন্তিত জিতু-নবনীতার অনুরাগীরা।
তবে না। এখনই জিতু-নবনীতার অনুরাগীদের চিন্তার একেবারেই কোনও কারণ নেই। পুরো বিষয়টি হয়েছে নেহাতই মজার ছলে। ইনস্টাগ্রামে মজা করেই একটি ভিডিও পোস্ট করেছেন জিতু। তাতে দেখা যাচ্ছে মনের নিজেদের বেডরুমে শুয়ে রয়েছেন দু'জনে। মনের সুখে 'রাজা হিন্দুস্থানি' সিনেমার 'পরদেশি পরদেশি' গান গাইছেন। সেই সময় পাশ থেকে গানের একটা লাইন গেয়ে ওঠেন স্ত্রী নবনীতা। এরপরেই প্রবল রেগে তাঁকে সকলের সামনে সপাটে একটি চড় কষিয়ে দেন জিতু।
মারতে মারতে জিতুতে চিৎকার করে বলতে শোনা যায়, 'বিচ মে মত বোল' অর্থাৎ 'গানের মধ্যে এ ভাবে কথা বলবে না'। এ পরে অবশ্য লজ্জায় মুখ চাদরের নিচে মুখ লুকিয়ে ফেলেন নবনীতা। তবে স্ত্রীকে মেরেও কোনও হেলদোল ছিল না জিতুর। বরং স্ত্রী মুখ ধেকে নিতেই সে আবার চিৎকার করে গান শুরু করে।