TRENDING:

Yash-Nusrat: কী কাণ্ড! একইসঙ্গে ডিনার ডেটে গেলেন বিজেপি’র যশ, তৃণমূলের নুসরত!

Last Updated:

স্বামী নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে ফাটল ধরতেই যশের সঙ্গে নাম জড়িয়েছে নুসরতের । কিন্তু রাজনীতির ময়দানে দু’জনের রং আলাদা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দামামা বেজে গিয়েছে । রাজ্য জুড়ে যেন সাজো সাজো রব । সারাদিন ধরেই চলছে তর্ক, বিতর্ক, তরজা, রঙ্গরসিকতা, বিতর্ক, মশকরা, ট্রোলিং, ভাইরাল, শিরোনাম, প্রচার, হুঙ্কার, সমালোচনা...আরও অনেক কিছু । এ সব তো হবেই । ভোটের বাংলায় এ সব কিছু এখন জলভাত হয়ে গিয়েছে । এ যাবৎকালে সবচেয়ে স্পর্শকাতর নির্বাচন বলা হচ্ছে এ বছরের ভোটকে । এমন হেভিওয়েট নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে । শেষ মুহূর্তের প্রচার এবং প্রস্তুতি চলছে এখন । দলবদল, রংবদল, প্রতিশ্রুতির বন্যা...সবই প্রত্যক্ষ করছেন রাজ্যবাসী ।
advertisement

এ বছর ভোটের ময়দান আরও রঙিন হয়েছে বিনোদন জগতের বহু তারকা বিভিন্ন রাজনৈতিক দলে নাম লেখানোয় । সেয়ানে-সেয়ানে টক্কর দিচ্ছে প্রধান দুই যুজুধান পক্ষ তৃণমূল আর বিজেপি । দু’দলেরই পাল্লা বেশ ভারি । তারকা প্রার্থীরাই এখন সমস্ত লাইম লাইট ছিনিয়ে নিচ্ছেন । তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান । গত লোকসভা ভোটে বসিরহাট থেকে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন তিনি । আর এ বছর বিজেপিতে নাম লিখিয়েছেন অভিনেতা যশ দাসগুপ্ত । দাঁড়িয়েছেন চণ্ডীতলা কেন্দ্র থেকে । যশ-নুসরত এখন টলিপাড়াতেও অন্যতম চর্চিত একটি নাম । স্বামী নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে ফাটল ধরতেই যশের সঙ্গে নাম জড়িয়েছে নুসরতের । কিন্তু রাজনীতির ময়দানে দু’জনের রং আলাদা ।

advertisement

তবে আলাদা দুই রাজনৈতিক শিবিরের হয়ে প্রতিনিধিত্ব করলেও তাঁদের বন্ধুত্বের পথ এখনও একই রয়েছে । সে কথাই যেন আরও একবার প্রমাণ হয়ে গেল ডিনার টেবলে । দুই বিভিন্ন রাজনৈতিক মতাবলম্বী হয়েও একইসঙ্গে ডিনার ডেটে গেলেন যশ-নুসরত । তার প্রমাণও দিলেন সোশ্যাল মিডিয়ায় । ইনস্টা হ্যান্ডেলের স্টোরিতে নুসরত শেয়ার করলেন কিছু খাবারের ছবি । লিখলেন, ‘‘টেবিলে আমার ফেবারিট খাবার…আর সঙ্গে ফেবারিট যশ দাশগুপ্ত’’ । সেই স্টোরিটি আবার নিজের স্টোরিতে শেয়ার করে যশ লিখলেন, ‘‘তোমার তৃপ্তি আমি খুবই গুরুত্ব দিয়ে দেখছি ।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রান্নার প্যাশনকে কাজে লাগিয়ে বের করলেন দুর্দান্ত বিজনেস আইডিয়া, করছেন অঢেল লাভ
আরও দেখুন

আর এই ছবি চোখ এড়ায়নি ভক্তদের । রাজনীতির ময়দানে দুই প্রতিপক্ষের খাবার টেবলে মাখোমাখো সম্পর্কের রসায়ন দেখে কেউ ভ্রূ কুঞ্চিত করছেন, কেউ সমালোচনা করছেন, কেউ বা টলিপাড়ায় নতুন জুটির আগমণে ডগমগ হয়ে উঠেছেন ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Yash-Nusrat: কী কাণ্ড! একইসঙ্গে ডিনার ডেটে গেলেন বিজেপি’র যশ, তৃণমূলের নুসরত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল