থ্রি কোর্স মিলে পরিচালক ইন্দ্রাশিস আচার্যের হিন্দি ছবির নাম রেড ভেলভেট৷ থাকছেন মুম্বইয়ের সুষমা দেশপাণ্ডে, জয় সেনগুপ্ত, অনুভব কাঞ্জিলাল, দেবপ্রিম মুখোপাধ্যায় প্রমুখ৷ থাকছে শিলাদিত্য মৌলিকের ছবি, যার নাম বেবি ফুড৷ এর আগে হিন্দি ছবি মিসেস স্কুটার তৈরি করেছেন শিলাদিত্য৷ তৈরি করেছেন বাংলা ছবি সোয়েটার৷ একটি হিন্দি স্বল্পদৈর্ঘের ছবিও বানিয়েছেন শিলাদিত্য, যার নাম ছিল স্বাদ অনুসার৷ এবার তাঁর তৈরি বেবি ফুডে অভিনয় করবেন মাকরি, এবং তাসকেন ফাইলস অভিনীত শ্বেতা বসু প্রসাদ, অনির্বাণ চক্রবর্তী৷ তৃতীয় গল্পটির পরিচালক অর্জুন দত্ত৷ ইতিমধ্যেই অব্যক্ত, গুলদস্তা, শ্রীমতীর মতো ছবি পরিচালনায় হাত পাকিয়েছেন অর্জুন৷ এবার তাঁর ছবির নাম বিরিয়ানি৷ তাঁর ছবিতে অভিনয় করবেন পাওলি দাম, কান সিং সোধা৷
advertisement
বাংলায় কাজ করেছেন এই তিন পরিচালক৷ প্রশংসাও কুড়িয়েছেন৷ কিন্তু প্রত্যেকের মোটের উপর এটাই প্রথম হিন্দি ভেঞ্চার৷ তাই চাপা টেনশন রয়েছে তিনজনেরই৷ রেড ভেলভেট, বেবি ফুড এবং বিরিয়ানির এই থ্রি কোর্স মিলের স্বাদ কতটা দর্শকদের পছন্দ হয়, তারই অপেক্ষায় সকলে৷ এই ছবিটির প্রযোজনায় কফি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট৷