TRENDING:

Rahul-Priyanka: ফের দানা বাঁধছে পুরনো দাম্পত্য? ছেলে সহজ’কে ধন্যবাদ জানালেন রাহুল

Last Updated:

ছবির ক্যাপশনে রাহুল সবকিছুর জন্য ধন্যবাদ জানিয়েছেন সহজ (Sahoj)’কে । তা হলে কি ছেলের হাত ধরেই ফের কাছাকাছি আসছেন রাহুল (Rahul Banerjee)-প্রিয়াঙ্কা (Priyanka Sarkar)?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টলিউডে যখন শুধুই একের পর এক সম্পর্ক ভাঙার গুঞ্জন, ঠিক তখনই অন্য একটি সম্পর্ক নতুন করে বাঁধা পড়ার ফিসফাস শোনা যাচ্ছে কান পাতলে । তবে বিনোদন ইন্ডাস্ট্রিতে যা রটে, তার খুব কম ঘটনাই ঘটে । তাই এখনই রাহুল-প্রিয়াঙ্কা জুটি সম্বন্ধে নিশ্চিত হতে পারছেন না তাঁদের ভক্তকূল ।
advertisement

টলিউডের এক সময়ের অন্যতম জনপ্রিয় ‘হট অ্যান্ড হ্যাপেনিং’ জুটি ছিলেন রাহুল অরুণদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার । ছোটবেলার প্রেম পূর্ণতা পেয়েছিল সদ্য যৌবনে । বাড়ি থেকে পালিয়ে, সকলের অমতে বিয়ে করেছিলেন রাহুল-প্রিয়াঙ্কা । সুখের সংসার, হিট সিনেমা, কোল আলো করে এল ছেলে ‘সহজ’ । কিন্তু তারপর থেকেই ফাটল ধরতে শুরু করে সম্পর্কের অলিতে গলিতে । রাহুলের বাড়ি ছেড়ে প্রিয়াঙ্কা নিজের ফ্ল্যাটে উঠে যান । শুরু হয় বিবাহ বিচ্ছেদের মামলা । কিন্তু নিজেদের মধ্যে সম্পর্কের যতই অবনতি হোক না কেন, ছেলে ‘সহজ’কে সহজভাবেই মানুষ করতে চেয়েছেন রাহুল-প্রিয়াঙ্কা । দু’জনে একসঙ্গে ছেলের সব দায়িত্ব সামলেছেন । দু’জনে মিলে ছেলের সমস্ত প্রয়োজন মিটিয়েছেন ।

advertisement

সদ্যই ছেলের সঙ্গে অবসর যাপনের একটি মুহূর্তে ফেসবুকে শেয়ার করেছেন ‘দেশের মাটি’র রাজা । ছবিতে দেখা যাচ্ছে, বাপ-ব্যাটায় মিলে দাবা খেলছেন খাটের উপরে বসে । ক্যাপশনে রাহুল সবকিছুর জন্য ধন্যবাদ জানিয়েছেন সহজ’কে । তা হলে কি ছেলের হাত ধরেই ফের কাছাকাছি আসছেন রাহুল-প্রিয়াঙ্কা? এই গুঞ্জনের সূত্রপাত কয়েকদিন আগে, কারণ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির একটি দৃষ্যের ছবি পোস্ট করেছিলেন রাহুল । সেখানে প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কার উজ্জ্বল উপস্থিতি কারও নজর এড়ায়নি । এরপর থেকেই জোর আলোচনা শুরু হয়, তবে কি ফের এক হচ্ছেন অতীতের সেই জনপ্রিয় জুটি? ছেলে সহজের হাত ধরেই কি সেই এক হওয়া ?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন
আরও দেখুন

প্রসঙ্গত, রাহুলের সঙ্গে বিচ্ছেদের পর ইন্ডাস্ট্রির নামজাদা সেলিব্রিটি ফোটোগ্রাফার তথাগত রায়ের সঙ্গে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ সম্পর্কের কথা অনেকেই জানতেন । কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে, সেই সম্পর্ক নাকি এখন অতীত । তথাগতের সঙ্গে বিচ্ছেদের শোক ভুলতেই কি তা হলে ফের কাছাকাছি আসছেন রাহুল-প্রিয়াঙ্কা? যদিও এ ধারণা কেবলই দুইয়ে দুইয়ে চারের সমীকরণ মেলানোর চেষ্টা ব্যতীত কিছুই নয় । দুই তারকার তরফে তেমন কোনও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি । তবে ভক্তরা এখনও আশায় বুক বেঁধে প্রতীক্ষায় রয়েছেন ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul-Priyanka: ফের দানা বাঁধছে পুরনো দাম্পত্য? ছেলে সহজ’কে ধন্যবাদ জানালেন রাহুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল