কখনও জিৎ, কখনও পরমব্রত চট্টোপাধ্যায়, কখনও সৃজিত মুখোপাধ্যায় আবার কখনও বা সুমন মুখোপাধ্যায়— বিভিন্ন সময়ে স্বস্তিকার সঙ্গে বিভিন্ন পুরুষের নাম জড়িয়েছে! জল্পনা কল্পনা শীর্ষ ছুঁয়েছে! সব শুনে সুন্দরী কখনও মুখের ওপর সোজাসাপটা উত্তর দিয়েছেন, কখনও বা হেসে এড়িয়ে গিয়েছেন।
সম্প্রতি ফের দানা বাঁধল স্বস্তিকার প্রেম নিয়ে নয়া 'গসিপ'! হালে নায়িকা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন এবং সেই ছবিটা থেকেই যত কল্পনার সূত্রপাত! ছবিতে দেখা যাচ্ছে কোনও এক পুরুষের কাঁধে মাথা রেখেছেন নায়িকা। ক্যাপশনে লিখেছেন, ‘যেখানে ফুল ফোটে, আশা জাগে…।’
advertisement
ছবিতে স্বস্তিকার 'ম্যান পারফেক্ট'-এর মুখ দেখা যাচ্ছে না! সুন্দরীও খোলসা করছেন না তিনি কে! কাজেই উত্তেজনার পারদ চড়চড়িয়ে চড়ছে! সত্যিই কি ফের সম্পর্কে জড়িয়েছেন নায়িকা?
আরও পড়ুন-গৌরবের ‘স্ত্রী’র সঙ্গে উদ্দাম সেক্সে মেতেছেন সৌরভ, সামনে এল সেই ‘চরিত্রহীন’ ভিডিও