TRENDING:

গর্ব হয় বলতে যে, আমি তোমার ‘বউ’,আর তুমি আমার ‘বর’.. অগ্নিকে আদর মাখা শুভেচ্ছা সুদীপার

Last Updated:

‘তোমরা আগে কিছু ছিল না...পরেও কিছু থাকবে না’........অগ্নিদেবকে লেখা সুদীপার চিঠির পরতে পরতে শুধুই প্রেম ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দেখতে দেখতে কেটে গিয়েছে গোটা একটা দশক অর্থাৎ দশ বছর । অগ্নিদেব চট্টোপাধ্যায় আর সুদীপা চট্টোপাধ্যায়ের ভালবাসার জীবন  পেরিয়ে এল ১০টা বসন্ত । এতগুলো দিন একসঙ্গে কাটানোর সেই অসাধারণ অভিজ্ঞতা, সেই প্রেম-বিরহ-ভালবাসা, সেই সুখে-দুঃখে-মানে-অভিমানে জড়িয়ে থাকা সবটাই যেন স্বপ্নের মত । প্রেমের ১০ বছর পূর্তিতে স্বামী অগ্নিদেবের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে লেখা খোলা চিঠিতে এমনটাই জানালেন ‘রান্নাঘর’-খ্যাত সুদীপা ।
advertisement

২০১৫ সালে বিয়ে হয় সুদীপা-অগ্নিদেবের । অগ্নির এটা ছিল দ্বিতীয় বিয়ে । কিন্তু ২০১০ সাল থেকে একসঙ্গে পথ চলা শুরু হয়েছিল তাঁদের । একদিন লাঞ্চে সুদীপা’কে ডেকেছিলেন পরিচালকমশাই । সুদীপা নিজেই লিখেছেন ‘‘এখনও মনে হয়- এই তো সেদিন তুমি আমাকে lunch’e ডাকলে...সেই যে কাছে এলুম- দশ দশটা বছর চলে গ্যালো, একটা দিনের জন্যও তোমার ওপর অভিমান করে,বাপের বাড়ি বা অন্য কোথাও যাইনি। নাহ্! একটা দিনও না।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

সুদীপার পোস্টে শুধুই ভালবাসা আর প্রেমের নরম আদর লেগে রয়েছে । কী ভাবে তাঁর সমস্ত স্বপ্ন অগ্নি পূরণ করছেন, কী ভাবে তাঁর জন্য তিন তিনটে কুকুরের বাঁদরামো সহ্য করছেন অগ্নি, সবটাই লিখেছেন চট্টোপাধ্যায় গিন্নি । তাঁর কোনও মান-অভিমানকেই বাসি হতে দেননি স্বামী অগ্নিদেব, শুধু তাই নয় তাঁকে দিয়েছেন টিনটি’কে, ছেলে আদিদেব’কে । তাই তো শেষে সুদীপা লিখেছেন, ‘‘তোমার আগে কিছু ছিলো না, আর তোমার পরেও থাকবে না। আমার সবথেকে বেশি গর্ব হয় বলতে যে, আমি তোমার ‘বউ’,আর তুমি আমার ‘বর’। এছাড়া আর কিচ্ছু নেই।’’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
গর্ব হয় বলতে যে, আমি তোমার ‘বউ’,আর তুমি আমার ‘বর’.. অগ্নিকে আদর মাখা শুভেচ্ছা সুদীপার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল