TRENDING:

গর্ভবতী শুভশ্রীর ধর্মযুদ্ধ বলবে এই সময়ের গল্প, শহরে মুক্তি পেল ছবির ট্রেলর

Last Updated:

'ধর্মযুদ্ধ'- র ট্রেলর লঞ্চে রাজ-শুভশ্রী, স্বাতীলেখা, পার্ণো

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# কলকাতা : পরিণীতার পরে আবারও একেবারে অন্য ঘরানার ছবি দর্শকদের উপহার দেবেন পরিচালক রাজ চক্রবর্তী। ছবির নাম 'ধর্মযুদ্ধ'। শুক্রবার শহরের এক রেস্তোরাঁয় এই ছবির ট্রেলর প্রথমবারের জন্য সবার সামনে নিয়ে এলেন রাজ। এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন এই ছবির অভিনেতারা। রাজ, শুভশ্রী ছাড়াও হাজির ছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত এবং পার্ণো মিত্র। সোহম এবং ঋত্বিক এই ছবির খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে থাকলেও ব্যস্ততার কারণে এদিন পাওয়া যায়নি তাঁদের।
advertisement

এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক রাজ বলেন "আমি যখন এই ছবিটা বানাচ্ছিলাম তখনও আমি জানতাম না, আমার ছবির বিষয়ের সঙ্গে আজকের সময়টা এমন ভাবে মিলে যাবে। আমি একজন নাগরিক হয়ে আমার মনে হয়েছে আমার সমাজের কাছে কিছু বার্তা পৌঁছনোটা দায়িত্বের মধ্যে পড়ে।আমি সবসময়ে এন্টারটেইনিং ছবি বানিয়েছি কিন্তু এখন একটু অন্য ধারার ছবি বানাতে চাইছি। সেখান থেকেই ধর্মযুদ্ধ বানানো। ধর্মের ওপরে মনুষ্যত্ব।এই বার্তাই থাকছে আমার এই ছবিতে। নিঃসন্দেহে আমি মনে করি এখনও অবধি এটাই আমার সেরা কাজ ।"

advertisement

অন্যদিকে বর্ষীয়ান অভিনেতা স্বাতীলেখা সেনগুপ্ত জানিয়েছেন, "আমি আপ্লুত। আমার সত্তরের ওপরে বয়স। এই বয়সেও যে রাজ আমাকে এইরকম অসাধারণ একটা চরিত্রে কাস্ট করার কথা ভেবেছে, আমার কাছে সেটাই বড় পাওনা। আমার চরিত্রের নাম দরকার অনুযায়ী বদলে যায়। কখনও সে মা, আবার কখনও আম্মা। ছবি দেখলে বোঝা যাবে এই মা-ই কীভাবে সবাইকে আগলে রাখেন৷"

advertisement

অন্য দিকে শুভশ্রী আর পার্ণো ও বেশ আশাবাদী ছবি নিয়ে। ছবিতে গর্ভবতী মুন্নির চরিত্রে শুভশ্রী। নিজের গ্রামে যখন দাঙ্গা শুরু হয়, ধর্ম নিয়ে খেলা চলে, তখন মুন্নির বেঁচে থাকার লড়াইয়ের গল্প বলে "ধর্মযুদ্ধ"।

আরও পড়ুন - #IPL2020: ‘লোগো কা কাম হ্যায় কহনা’- উচ্ছ্বসিত বিরাটের নয়া ট্যুইট

advertisement

অন্যদিকে শাবানার চরিত্রে পার্ণো যে অনবদ্য তা আগেই স্পষ্ট ছিল পরিচালকের বক্তব্যে। সাত বছর আগে রাজের সঙ্গে কাজের কথা থাকলেও সে আর হয়ে ওঠেনি। তবে এবারে রাজের ছবিতে দমদার পারফরমেন্সই  পার্ণো ওরফে  শাবানা। আগামী মাসের ২০ তারিখ মুক্তি পাবে "ধর্মযুদ্ধ"।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শ্রীপর্ণা দাশগুপ্ত

বাংলা খবর/ খবর/বিনোদন/
গর্ভবতী শুভশ্রীর ধর্মযুদ্ধ বলবে এই সময়ের গল্প, শহরে মুক্তি পেল ছবির ট্রেলর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল