সেই ভিডিওগুলি মুহূর্তে ভাইরাল হয়েছে। কারণ একমাথা কোঁকড়া চুল আর ধুতি পাঞ্জাবিতে মোড়া ছোট্ট ইউভানকে দেখে মুগ্ধ নেটিজেন। পুজোর প্রথম দিন থেকেই গোটা পরিবারের সঙ্গে খুদেও আনন্দে মেতেছে। একটি ভিডিতে দেখা যাচ্ছে মা দুর্গা এবং তাঁর চার সন্তান লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী এবং মায়ের বাহন সিংহ ও মহিষাসুরের মূর্তি ইউভানকে চেনাচ্ছেন শুভশ্রী (Subhashree Ganguly)।
মিষ্টি ইউভানের (Yuvaan) একজোড়া আনকোরা চোখ দেবী দুর্গার প্রতিমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। দেখা যাচ্ছে মায়ের সঙ্গে ম্যাচিং করে পোশাক পরেছেন খুদে। শুভশ্রী পরেছেন কাঁচা হলুদ ও লালের মিশেলে একটি শাড়ি। আর ইউভানের পরনে হলুদ পাঞ্জাবি ও সাদা পাজামা। সপ্তমীতে পোস্ট করা এই ভিডিওটি দেখে মুগ্ধ হয়েছে নেটিজেন।
অষ্টমীতে পরিবার সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন রাজ ও শুভশ্রী। এদিন রাজের (Raj Chakraborty) সঙ্গে ম্যাচিং করে পাঞ্জাবি পরানো হয়েছিল ছোট্ট ইউভানকে (Yuvaan)। বাবা ও ছেলে দুজনেই সাদার উপরে ফ্লোরাল প্রিন্টের পাঞ্জাবি পরেন এদিন। অষ্টমীর একটি ভিডিওতে ইউভানকে কখনও ঢাক বাজাতে, কখনও মায়ের কোলে নাচতে, কখনও ছুটে বেড়াতেও দেখা যায়। আর পুজোর সমারোহে একরত্তির মুখে খিলখিল করা হাসি মন ভালো করে দেয় এক মুহূর্তে।
আরও পড়ুন- নবমী কেমন কাটল বলিউডের বাঙালি তারকাদের? দেখুন ছবিতে
নবমীর দিন মিষ্টি ইউভানের গোলাপি পাঞ্জাবি ও সাদা ধুতি পরে নাচ এই মুহূর্তে ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে মা শুভশ্রীর সঙ্গে ঢাকের তালে গানের সঙ্গে ছোট্ট ছোট্ট পায়ে নাচছে। সব মিলিয়ে এই পুজোয় নতুন এক অভিজ্ঞতা হল ইউভানের। একরত্তি দুচোখ ভরে দেখল বাঙালির শ্রেষ্ঠ উৎসব।