গতকাল ছিল রিসেপশন পার্টি ৷ সাধারণ করে পরা লাল শাড়ি আর কুন্দনের গয়নায় অভিনেত্রীকে লাগছিল দূর্দান্ত ৷ বর সৌরভ পরেছিলেন নীল ভেলভেটের শেরওয়ানি ৷ তবে জুনের রিসেপশন পার্টি মাতিয়ে রাখলেন অন্য দু’জন ৷ একজন রাজ ঘরণী, অন্যজন নীলাঞ্জনার বেটারহাফ ৷ বুঝতে পারলেন কাদের কথা বলছি ? শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও যীশু সেনগুপ্ত ৷ দুই মূর্তিতে দেদার নাচলেন বলিউডি গানের সঙ্গে ৷ কম যান না পরিচালক-অভিনেতা অরিন্দম শীলও ৷ চেয়ারে বসেই কোমর দোলালেন তিনি ৷
advertisement
Location :
First Published :
December 02, 2019 6:35 PM IST