এবার পালা করবা চৌথের ৷ গতকাল ছিল করবা চৌথ ৷ এই দিন সবধা মহিলারা সারাদিন উপবাস রাখেন ৷ দিনের শেষে চাঁদ উঠলে সেই চাঁদ দেখে, তারপর স্বামীর মুখ দেখে প্রসাদ ও জল খান ৷ হিন্দু বাড়ির রীতি মেনে করবা-র ব্রত করলেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ তবে একা নন ৷ স্ত্রীর সঙ্গে উপোবাসে সামিল হলেন স্বামী রোশন সিংও ৷
advertisement
একসঙ্গে সারাদিন উপোস রাখার পর চাঁদ দেখলেন শ্রাবন্তী ৷ চালুনি দিয়ে দেখলেন রোশনের মুখও ৷ এরপরেই স্ত্রীকে জল খাইয়ে দেন রোশন ৷ রোশনকেও জল খাইয়ে উপোবাস ভাঙান নায়িকা ৷
Location :
First Published :
October 18, 2019 4:01 PM IST