TRENDING:

Soumitrisha Kundoo Viral: মধুমেশা ঠোঁট-আগুনে চোখ, মিঠাইয়ের হল কী! ছবিটা আপনি দেখেছেন?

Last Updated:

ছবির ক্যাপশন এবার নজর কেড়েছে অনুরাগীদের। যা এককথায় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Soumitrisha Kundoo Viral)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: লম্বা বিনুনি৷ পরনে শাড়ি৷ এই লুকেই 'মিঠাই' হয়ে দর্শকমন জয় করেছেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)৷ দীর্ঘ কয়েক মাস ধরে বাকি ধারাবাহিককে টেক্কা দিয়ে শীর্ষে রয়েছে 'মিঠাই'৷ এই সপ্তাহের টিআরপি তালিকায় খানিক নীচে নামলেও, মিঠাইয়ের জায়গা ভক্তদের মনে পাকা। দর্শকদের পছন্দের সৌমিতৃষা জনপ্রিয় সামাজিক মাধ্যমেও৷ মাঝে মাঝেই নিজের জীবনের টুকরো খবর শেয়ার করেন ইনস্টাগ্রাম-ফেসবুকে। তেমনই রবিবার নিজের একটি পরিচিত ছবিই শেয়ার করেছেন অভিনেত্রী। তবে ছবির ক্যাপশন এবার নজর কেড়েছে অনুরাগীদের। যা এককথায় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Soumitrisha Kundoo Viral)।
advertisement

এর আগে ‘এ আমার গুরুদক্ষিণা’, ‘জয় কালী কলকাত্তাওয়ালি’, ‘গোপালভাঁড়’, ‘অলৌকিক না লৌকিক’, ‘কনে বউ’ ধারাবাহিকে অভিনয় করেছেন সৌমিতৃষা৷ কিন্তু তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে ‘মিঠাই’৷ এই ধারাবাহিকের চরিত্রের জন্য নিজেকে তৈরিও করেছেন যত্ন নিয়ে৷ ময়রার কাছে শিখতে হয়েছে কীভাবে দুধ জ্বাল দিয়ে ছানা তৈরি করতে হয়৷ আয়ত্ত করেছেন জিলিপি, মনোহরা-সহ সব মিষ্টি তৈরির প্রণালীও৷

advertisement

শাড়ি পরা সৌমিতৃষার চুল খোলা, আলুথালু। ক্যামেরায় লুক দিয়েছেন নায়িকা। মুখে লেগে পরিচিত হাসি। তবে ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'মধুমেশা ঠোঁট-আগুনে চোখ'। সঙ্গে হ্যাশট্যাগে দিয়েছেন, 'সৌমিতৃষার জাদু রয়েছে'। আর ভক্তরাও ছবির নীচে সৌমিতৃষাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, 'উফ চোখ ফেরানো যাচ্ছে না।'। কারও আবার বক্তব্য, 'চোখগুলো দিয়ে তো ভস্ম করে দিচ্ছ'। অভিনেত্রীর ছবি নিমেষে নজর কেড়েছে তাঁর হাজার হাজার ভক্তের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাজারদুয়ারি এলে কেন গাইড নেওয়া প্রয়োজন, যাওয়ার আগে জানুন
আরও দেখুন

'মিঠাই' ধারাবাহিকে সৌমিতৃষার বিপরীতে অভিনয় করা আদৃত রায় এ বছরই তাঁর প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন বলে জানা গিয়েছে৷ কিন্তু সৌমিতৃষার জীবনে সেই বিশেষ জন কে, এই নিয়ে কোনওদিন মুখ খোলেননি তিনি৷ অনুরাগীরা জানেন, তিনি সিঙ্গল৷ দর্শকদের মধ্যে সৌমিতৃষার জনপ্রিয়তা আকাশছোঁয়া৷ কিছু দিন আগে ‘হাওয়া হাওয়াই’ গানের সঙ্গে নেচে তাক লাগিয়ে দিয়েছেন তিনি৷ ইতিমধ্যেই তাঁকে নিয়ে তুলনা চলছে স্বয়ং শ্রীদেবীর সঙ্গে৷ সামাজিক মাধ্যমেও তিনি তুমুল জনপ্রিয়৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Soumitrisha Kundoo Viral: মধুমেশা ঠোঁট-আগুনে চোখ, মিঠাইয়ের হল কী! ছবিটা আপনি দেখেছেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল