এর আগে ‘এ আমার গুরুদক্ষিণা’, ‘জয় কালী কলকাত্তাওয়ালি’, ‘গোপালভাঁড়’, ‘অলৌকিক না লৌকিক’, ‘কনে বউ’ ধারাবাহিকে অভিনয় করেছেন সৌমিতৃষা৷ কিন্তু তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে ‘মিঠাই’৷ এই ধারাবাহিকের চরিত্রের জন্য নিজেকে তৈরিও করেছেন যত্ন নিয়ে৷ ময়রার কাছে শিখতে হয়েছে কীভাবে দুধ জ্বাল দিয়ে ছানা তৈরি করতে হয়৷ আয়ত্ত করেছেন জিলিপি, মনোহরা-সহ সব মিষ্টি তৈরির প্রণালীও৷
advertisement
শাড়ি পরা সৌমিতৃষার চুল খোলা, আলুথালু। ক্যামেরায় লুক দিয়েছেন নায়িকা। মুখে লেগে পরিচিত হাসি। তবে ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'মধুমেশা ঠোঁট-আগুনে চোখ'। সঙ্গে হ্যাশট্যাগে দিয়েছেন, 'সৌমিতৃষার জাদু রয়েছে'। আর ভক্তরাও ছবির নীচে সৌমিতৃষাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, 'উফ চোখ ফেরানো যাচ্ছে না।'। কারও আবার বক্তব্য, 'চোখগুলো দিয়ে তো ভস্ম করে দিচ্ছ'। অভিনেত্রীর ছবি নিমেষে নজর কেড়েছে তাঁর হাজার হাজার ভক্তের।
'মিঠাই' ধারাবাহিকে সৌমিতৃষার বিপরীতে অভিনয় করা আদৃত রায় এ বছরই তাঁর প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন বলে জানা গিয়েছে৷ কিন্তু সৌমিতৃষার জীবনে সেই বিশেষ জন কে, এই নিয়ে কোনওদিন মুখ খোলেননি তিনি৷ অনুরাগীরা জানেন, তিনি সিঙ্গল৷ দর্শকদের মধ্যে সৌমিতৃষার জনপ্রিয়তা আকাশছোঁয়া৷ কিছু দিন আগে ‘হাওয়া হাওয়াই’ গানের সঙ্গে নেচে তাক লাগিয়ে দিয়েছেন তিনি৷ ইতিমধ্যেই তাঁকে নিয়ে তুলনা চলছে স্বয়ং শ্রীদেবীর সঙ্গে৷ সামাজিক মাধ্যমেও তিনি তুমুল জনপ্রিয়৷