TRENDING:

'তারকা নয়, শুধু প্রার্থী হিসেবেই মানুষের জন্য কাজ করব'! বাঁকুড়া থেকে দাঁড়িয়ে বললেন সায়ন্তিকা

Last Updated:

দুদিন আগেই তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন অভিনেত্রী। যদিও তিনি জানিয়েছেন আনুষ্ঠানিক ভাবে দুদিন আগে যোগ দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক দিন আগে থেকেই তিনি ছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাঁকুড়া থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন টলি অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দুদিন আগেই তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন অভিনেত্রী। যদিও তিনি জানিয়েছেন আনুষ্ঠানিক ভাবে দুদিন আগে যোগ দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক দিন আগে থেকেই তিনি ছিলেন।
advertisement

সায়ন্তিকা বলছেন, "নার্ভাস লাগছে না। তবে এক্সাইটেড। মানুষের জন্য কাজ করব। সেই সুযোগটা পাওয়া মানে গুরুদায়িত্ব। অনেক কাজ করতে হবে। বাকুড়ার মানুষের কাছে যাব। তাঁদের সঙ্গে থেকে শিখব, বুঝব। বাঁকুড়ার মানুষরাই আমায় শেখাবেন।"

বিশেষ করে অভিনেত্রীরা রাজনীতিতে এলেই বিভিন্ন ট্রোলিং এর মুখে পড়তে হয় তাঁদের। অনেকেই মনে করেন মাঠে ঘাটে নেমে কাজ করতে তাঁরা কতটা সক্ষম হবেন। এই বিষয়ে নিউজ ১৮ বাংলার প্রতিনিধিকে তিনি বলেছেন, "আমি কিক বক্সিং করি। বাইরে থেকে ডেলিকেট দেখতে লাগে ঠিক সেটা নয়। তবে মুখে বলে লাভ নেই। কাজ করব মানুষের জন্য। এই লড়াইয়ে নেমেছি। সময়েই সবটা বলবে।"

advertisement

তিনি আরও বলছেন, "যে কোনও কাজেই হোমওয়ার্ক করা জরুরি। প্রস্তুতি নিতে হবে। জানতে হবে ওখানে কী কী সমস্যা রয়েছে। তার পরেই সেখানে কিছু সংশোধন করা যাবে। বাঁকুড়ার মানুষের ইচ্ছে, চাহিদা আগে জানি।"

সেরা ভিডিও

আরও দেখুন
চোখের পলকে গায়েব সব টাকা? অনলাইনে জিনিস বুকিং করার আগে সাবধান, জানুন এই সিক্রেট নিয়ম
আরও দেখুন

তবে রাজনীতির ময়দানে তারকা পরিচয় নিয়ে নয়। শুধুমাত্র প্রার্থী পরিচয় নিয়েই কাজ করতে চান সায়ন্তিকা। এছাড়া জয়ী হওয়া নিয়ে অভিনেত্রী বলছেন, "জিতব কি না সেটা সময় বলবে। এখন কাজ করতে চাই।"

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
'তারকা নয়, শুধু প্রার্থী হিসেবেই মানুষের জন্য কাজ করব'! বাঁকুড়া থেকে দাঁড়িয়ে বললেন সায়ন্তিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল