দুর্গাপুজো শেষ ৷ সমাপ্তি ঘটেছে লক্ষ্মীপুজোরও ৷ এবার বেড়িয়ে পড়লেন সব্যসাচী চক্রবর্তীর গোটা পরিবার ৷ এতদিনে সবাই মোটামুটি ওয়াকিবহাল ঘুরতে বেজায় ভালোবাসেন সব্যসাচী চক্রবর্তী ৷ আর ঘুরতে গিয়ে ওয়াইল্ড ফোটোগ্রাফিতে ডুবে যাওয়ার কথাও তো কারও অজানা নয় ৷ গোটা পরিবারও ঘুরতে বড্ড ভালোবাসেন ৷ আবারও জঙ্গল ৷ এবার তাঁদের গন্তব্যস্থল কেনিয়ার নাইরোবি ৷
advertisement
আজ শুক্রবার বিকেলে সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে গৌরব তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে গোটা পরিবারের একটি ছবি পোস্ট করেছেন ৷ যেখানে সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে তাঁর স্ত্রী মিঠু চক্রবর্তী এবং বড় ছেলে গৌরব এবং তাঁর স্ত্রী রিধিমাকে দেখা গিয়েছে ৷ আর সেখানেই গৌরব জানিয়েছন যে, তাঁরা এ বার ‘জংলী’ পারিবারিক ছুটিতে বেড়িয়ে পড়েছেন ৷
তবে সেই ছবিতে দেখা মেলেনি সব্যসাচীবাবুর ছোট ছেলে অর্জুনকে ৷ সম্প্রতি অর্জুনকে অরিন্দম শীল পরিচালিত ছবি ‘বোমকেশ গোত্র’তে দেখা গিয়েছে ৷ এবং সেখানে তাঁর অভিনয় ভূয়সী প্রশংসাও কুড়িয়েও নিয়েছে ৷ তবে, এবারের ছুটিতে দেখা মেলেনি তাঁর ৷ তিনি কোথায় ? গৌরব ছবিটি পোস্ট করার কিছু মুহূর্ত পরেই অর্জুন তাঁর ইনস্টাগ্রাম পেজে ওয়ার্ক আউটের একটি ভিডিও পোস্ট করেন ৷ যেখানে অর্জুনকে ওয়ার্ক আউট করতে দেখা গিয়েছে ৷