বৃহস্পতিবার একটি ভিডিওতে তিনি বলেছেন, "আমাদের শো করতে দেওয়া হবে না। আমাদের ফোন করে এই কথা বলা হয়েছে। শো বন্ধ করার ক্ষমতা কাদের থাকে, তা বলার অপেক্ষা রাখে না। যাঁরা ক্ষমতায় থাকে, তাদেরই এই ক্ষমতা থাকে।"
ঋতব্রতর বক্তব্য অনুযায়ী, ইউনিভার্সিটি ফ্রেন্ড’স গ্রুপ নিবেদিত রাজনৈতিক নাটক ‘দেশের নামে’-র ‘আমন্ত্রিত শো’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শুক্রবার কল্যাণীর তাপস সেন কুমার রায় নাট্য ভবনে। কিন্তু তার আগেই বৃহস্পতিবার ওই নাটক ‘বন্ধ করিয়ে দেওয়া’-র ফোন কল তাঁর কাছে আসে বলে অভিযোগ ঋতব্রতর।
advertisement
ফেসবুকে যে ভিডিয়োটি ঋতব্রত পোস্ট করেছেন, তার সঙ্গে একটা স্টেটাস আপডেটও দিয়েছেন তিনি। সেই পোস্ট-এ একজায়গায় ঋতব্রত লিখেছেন, “যাঁরা আয়োজন করেছিলেন, আমন্ত্রণ করে নিয়ে যাচ্ছিলেন আমাদের, তাদের বলা হয় উপরমহল থেকে, এই নাটকটি করবেন না, আপনাদের ভালোর জন্যই বলছি!” ভিডিয়োতে ঋতব্রতর দাবি, ‘অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে’ কল্যাণীর শো ‘বন্ধ করিয়ে দেওয়া হয়েছে’।
ঋতব্রতর দাবি, “আয়োজকের তরফে বলা হয়, ‘কালকের শো-টি আমরা ক্যানসেল করছি।” সংশ্লিষ্ট আয়োজক সংস্থা 'ড্যাড' এর দাবি, “ক্যানসেল নয়, স্থগিত হয়েছে এই শো।” তাদের তরফে বলা হয়, "আমাদের এই মফস্বলে কোনও শো করতে হলে পুলিশের অনুমতি লাগে। হল ভাড়া করলেও এখনও সেই অনুমতি আমাদের নেওয়া হয়নি। পুলিশ অনুমতি দিলে এই নাটক মঞ্চস্থ হবে।”
ঋতব্রতর অভিযোগ প্রসঙ্গে কল্যাণী শহরের তৃণমূল সভাপতি অরূপ মুখোপাধ্যায় বলেছেন, "এমন কোনও কিছু হতেই পারে না। অভিযোগ মিথ্যা।"