TRENDING:

প্রসেনজিৎ-সোহম ও জিৎ একসঙ্গে মিলে খেলবেন ‘বাঘ বন্দি খেলা’

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নভেম্বর মাস ৷ শীতের বিকেল ৷ ঘড়িতে তখন ঠিক বিকেল পাঁচটা ৷ শহরের এক নামী পাঁচতারা হোটেলের উপর থেকে তখন দিনের আলোটা সরে সরে যাচ্ছে ধীরে ধীরে ৷ গভীর হচ্ছে সন্ধ্যার আঁধার ৷ জ্বলে উঠছে জমকালো বাহারি আলো ৷ হাতে চা-কফির পেয়ালা নিয়ে চলছে অপেক্ষা মেশানো সুখটান ৷ কনফারেন্স হলে তখন সাংবাদিকদের ভিড় ৷ তবে যাঁদের জন্য অপেক্ষা তাঁরা কোথায় ? পৌনে দু’ঘণ্টা বাদে হঠাৎ একটা গুমোট ভিড় ডায়াসের পাশের বাঁদিক থেকে কনফারেন্স রুমের মাঝে চলে এল ৷
advertisement

ভিড় খানিকটা সরতে দেখা গেল হাজির টলিউডের তিন তাবড় নায়ক, নায়িকা, আর ছবির তিন পরিচালক ৷ একে একে তারকারা উঠলেন সামনের ডায়াসে ৷ হাততালিতে তখন ফেটে পড়ছে গোটা হল ৷

এবার নাকি অপেক্ষা করতে হবে ১৬ নভেম্বরের জন্য ৷ তারিখটা মাথায় গেঁথে নিন ৷ কেননা এদিনই মুক্তি পাচ্ছে মাল্টিস্টারার মুভি ‘বাঘ বন্দি খেলা’৷ এক ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ এবং সোহম চক্রবর্তী ৷ হ্যাঁ এটাই সত্যি ৷ তবে এক ছবিতে টলিউডের তিন তাবড় নায়ক না বলে মুখোমুখি তিন নায়ক বললে কিন্তু কিছু ভুল বলা হবে না ৷ কেননা ‘বাঘ বন্দি খেলা’ হল তিনটি ছবির একটি সমাহার ৷ অর্থাৎ তিনটি ভিন্ন পরিচালকের তিনটি ছবি নিয়েই তৈরি হয়েছে ‘বাঘ বন্দি খেলা’৷

advertisement

ছবির প্রমোশনে এন কে সলিল, সোহম, প্রসেনজিৎ, জিৎ, সায়ন্তিকা, বিশ্বনাথ, সুজিত মন্ডল, হরনাথ চক্রবর্তী, রাজা চন্দ ও রূপম ইসলাম (বাঁদিক থেকে) ৷ছবি: অয়ন নাথ ৷

আগামী ১৬ নভেম্বর বাংলার ১২০টি পেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ এক টিকিটে বাঘা বাঘা তারকা অভিনীত, ভিন্ন স্বাদের তিনটি ছবি উপহার পাবেন দর্শকরা ৷ এটা কি কম পাওনা ? আর তা সম্ভব হল স্টার জলসা আর সুরিন্দর ফিল্মসের যৌথ উদ্যোগে ৷

advertisement

প্রথম গল্প ‘বাঘ’। পরিচায়ক রাজা চন্দ। ছবির প্রধান কাস্ট জিৎ ও সায়ন্তিকা। এক্কেবারে অ্যাকশনধর্মী ছবি ৷ যেখানে রয়েছ মারকাটারি অ্যাকশন আর স্টান্ট ৷ সঙ্গে রয়েছে টুকরো রোম্যান্সের ছোঁয়াও ৷

দ্বিতীয় ছবি ‘বন্দি’ ৷ যেখানে শ্রাবন্তীর সঙ্গে প্রেম করতে এসে ক্রাইম আর ক্রিমিনালের মাঝে ‘বন্দি’ সোহম। দ্বিতীয় গল্পের ফ্লেভার রোম্যান্স। তার সঙ্গে প্রেমের প্রথা মেনে আছে বাঁধা। অভিনয়ে সোহম চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই গল্পের পরিচালক সুজিত মন্ডল। তবে কয়েক ঝলকে রূপের গুনে নজর কেড়েছেন অভিনেত্রী। অন্যদিকে সোহমের সরল মুখের অভিব্যক্তি এখানেও বাজি মেরে যায়।

advertisement

লাস্ট বাট নট দ্য লিস্ট, হরনাথ চক্রবর্তীর গল্প ‘খেলা’। বহুবছর পর আবার একসঙ্গে ফিরছে একসময়ের হিট এই পরিচালক ও নায়ক জুটি। তবে পার্থক্য কোনও প্রেমের গল্প নয়। থ্রিলার দিয়ে কামব্যাক করছেন হর-বুম্বা পেয়ার। আইনজীবির ভূমিকায় প্রসেনজিৎ। এছাড়া রয়েছেন অঞ্জনা বসু, ঋত্বিকা সেন, অয়ন ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্যায়, রাজেশ শর্মার মতো অভিনেতারা। ছবিতে প্রসেনজিতের মেয়ে চরিত্রে দেখা যাবে ঋত্বিকাকে ৷ অপরাধ-কাজের টানাপড়েনে বাবা-মেয়ের মধ্যেকারের দ্বন্দ্ব ফুটে উঠবে এ ছবিতে ৷ গল্পে রয়েছে অনেক বাঁক ৷ এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে প্রসেনজিৎ বললেন, ‘‘একটা সময় হর আর আমি প্রায় ২৬টা ছবি একসঙ্গে করেছি ৷ আমাদের টিউনিংটা এক্কেবারে অন্যরকম ৷ ১৬ নভেম্বর অবধি অপেক্ষা করুন না এক্কেবারে অন্য মাত্রার একটি ছবি উপহার পাবেন আপনারা ৷ ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভাটিয়ালির সুরে ভাসছে জিয়াগঞ্জ! নিজের শহরের বাউল উৎসবে কী করলেন অরিজিৎ সিং?
আরও দেখুন

ছবির গানঘরের দায়িত্ব সামলেছেন জিৎ গঙ্গোপাধ্যায় ৷ গান গেয়েছেন সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, আরমান মালিক, রূপম ইসলাম আর অনুপম রায় ৷ এক ছবিতে তিন-তিনজন ডাকসাইটে নায়ক-নায়িকা আর তিনজন বাঘা পরিচালক ৷ আগামী ১৬ নভেম্বর যে একটা ধুন্ধুমার হতে চলেছে তা বলাই বাহুল্য ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রসেনজিৎ-সোহম ও জিৎ একসঙ্গে মিলে খেলবেন ‘বাঘ বন্দি খেলা’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল